Samsung ও LG-র নতুন নজির, আনছে S ফোল্ডেবল ডিসপ্লে

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা! তারপরেই আগামী সপ্তাহে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে সোসাইটি ফর ইনফরমেশন ডিসপ্লে (SID) ২০২১ ডিসপ্লে নামক বিজনেস ইভেন্ট, যাতে বিভিন্ন ব্র্যান্ডের ডিসপ্লে…

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা! তারপরেই আগামী সপ্তাহে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে সোসাইটি ফর ইনফরমেশন ডিসপ্লে (SID) ২০২১ ডিসপ্লে নামক বিজনেস ইভেন্ট, যাতে বিভিন্ন ব্র্যান্ডের ডিসপ্লে নিয়ে নাড়া-ঘাঁটা হবে। এদিকে বিশ্বের বৃহত্তম দুই ডিসপ্লে প্যানেল নির্মাতা Samsung Display এবং LG Display সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা এই প্রোগ্রামের দরুন তাদের সর্বশেষ উদ্ভাবনের ওপর থেকে পর্দা তুলবে। এক্ষেত্রে Samsung বা LG উভয়েই জানিয়েছে যে তারা ‘এস-ফোল্ডেবল’ নামক মাল্টি-ফোল্ড ডিসপ্লে প্যানেল প্রকাশ করবে। ফলে জল্পনা শুরু হয়েছে যে আসন্ন ডিসপ্লে প্যানেলগুলি পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল (ভাঁজযোগ্য) স্মার্টফোন তৈরির পথ আরো প্রশস্ত করে দেবে।

রিপোর্ট অনুযায়ী, Samsung, ৭.২ ইঞ্চির ডিসপ্লে প্রদর্শন করবে যাতে মাল্টি-ফোল্ড প্যাটার্ন সমর্থন করবে। আগেই বলেছি এই ধরণের ডিসপ্লের নাম দেওয়া হয়েছে ‘এস-ফোল্ডেবল’। সেক্ষেত্রে এই ডিসপ্লেটি ফোল্ডেবল স্মার্টফোন (বিশেষত ফ্ল্যাগশিপ স্মার্টফোনে) এবং ট্যাবলেট – উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। এমনকি সংস্থাটি ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিস (EUIPO) এবং কোরিয়ান ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিস (KIPO)-এর কাছে এই ডিসপ্লে সম্বলিত একটি ট্রেডমার্ক দায়ের করেছে বলে জানা গেছে।

অতিরিক্তভাবে, দক্ষিণ কোরিয়ার টেক তথা ইলেকট্রনিক্স জায়ান্টটি, ওই ইভেন্টে ৪:৩ অনুপাত যুক্ত ১৭ ইঞ্চির ফোল্ডেবল প্যানেলের প্রদর্শন করবে বলেও জল্পনা রয়েছে। শোনা যাচ্ছে সংস্থাটি এই ডিসপ্লের জন্য ‘ক্যারি স্মল, সি বিগ’ ধারণা অনুসরণ করছে, যার সাহায্যে ভাঁজ করা অবস্থায় ডিভাইসটিকে ট্যাবলেটের মত ব্যবহার করা যাবে এবং ভাঁজ খোলা হলে এত কম্পিউটারের মতো ডিসপ্লের আকার ধারণ করবে। আবার এটি আন্ডার-প্যানেল ক্যামেরা প্রযুক্তির পাশাপাশি একটি স্লাইডেবল ডিসপ্লেও উন্মোচন করতে পারে।

অন্যদিকে এলজি (LG) ডিসপ্লে, এনহ্যান্স লুমিন্যাস এফিসিয়েন্সির কার্যকারিতাসহ একটি ৮৩ ইঞ্চির ওএলইডি টিভি প্যানেল সর্বসমক্ষে আনবে বলে জানা গিয়েছে। একই সাথে এটি নমনীয় সিনেমাটিক সাউন্ড ফিচারযুক্ত ৪৮ ইঞ্চির ওএলইডি ডিসপ্লেও প্রকাশ করবে যা স্পিকারের ব্যবহার ছাড়াই ভাইব্রেশন এবং শব্দ তৈরি করতে সক্ষম হবে। তাছাড়া এই জনপ্রিয় সংস্থাটি, আসন্ন ইভেন্টে রোলেবল (ঘূর্ণনযোগ্য) এবং ট্রানস্পারেন্ট (স্বচ্ছ) ডিসপ্লে প্যানেল প্রদর্শন করবে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। উপরন্তু এটি অটোমোটিভ প্লাস্টিকের ওএইএলডি ডিসপ্লে প্রোডাক্টও লঞ্চ করতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন