Poco M3 Pro আজ দুর্ধর্ষ ফিচার সহ লঞ্চ হতে চলেছে, দাম ২০ হাজার টাকার অনেক কম

Poco M3 Pro অবশেষে আজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। একটি ভার্চুয়াল ইভেন্টে আজ এই ফোনের ওপর থেকে পর্দা সরানো হবে। গত কয়েক সপ্তাহ ধরে…

Poco M3 Pro অবশেষে আজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। একটি ভার্চুয়াল ইভেন্টে আজ এই ফোনের ওপর থেকে পর্দা সরানো হবে। গত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত এই ফোনের বিভিন্ন ফিচার সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে। পোকো এম৩ প্রো ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে জানা গেছে। আবার ফোনটি ডায়নামিক স্যুইচ ফিচার সহ ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লের সাথে আসবে। সিকিউরিটির জন্য এতে পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আসুন Poco M3 Pro এর লঞ্চের সময়, সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন জেনে নিই…

Poco M3 Pro কখন লঞ্চ হবে? ইভেন্ট কিভাবে দেখবেন?

আগেই বলেছি একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে পোকো এম৩ প্রো কে লঞ্চ করা হবে। এই ইভেন্ট ভারতীয় সময় বিকাল ৫টা ৩০ মিনিট থেকে শুরু হবে। পোকো গ্লোবালের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ইভেন্টটি দেখা যাবে। এছাড়া আপনি নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি দেখতে পারেন।

Poco M3 Pro এর দাম (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, পোকো এম৩ প্রো ফোনের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম রাখা হবে ১৭৯ ইউরো, যা প্রায় ১৬,০০০ টাকা। আবার এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে ১৯৯ ইউরোতে, যা প্রায় ১৭,৭৫০ টাকা। ফোনটি ব্ল্যাক, ব্লু ও ইয়েলো কালার ভ্যারিয়েন্টে আসতে পারে।

Poco M3 Pro এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

অনুমান করা হচ্ছে পোকো এম৩ প্রো ফোনটি কিছুদিন আগে লঞ্চ হওয়া Redmi Note 10 5G এর রিব্র্যান্ডেড ভার্সন হবে। সেক্ষেত্রে এই ফোনে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) ডিসপ্লে, মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০০ প্রসেসর, ৪ জিবি র‌্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন