Voge লঞ্চ করল ER10 ইলেকট্রিক বাইক, টপ স্পিড ১০০ কিমি/ঘন্টা ও এক চার্জে দৌড়বে ১০০ কিমি

কোনও ইলেকট্রিক ভেহিকেল ব্র্যান্ড বাজারে নতুন প্রোডাক্ট নিয়ে এসেছে, এমন খবর প্রায় প্রতিদিনই আমাদের চোখে পড়ছে। এর মধ্যে কয়েকটি ব্র্যান্ডের নামের সাথে আমরা যেমন অপরিচিত,…

কোনও ইলেকট্রিক ভেহিকেল ব্র্যান্ড বাজারে নতুন প্রোডাক্ট নিয়ে এসেছে, এমন খবর প্রায় প্রতিদিনই আমাদের চোখে পড়ছে। এর মধ্যে কয়েকটি ব্র্যান্ডের নামের সাথে আমরা যেমন অপরিচিত, তেমনি দেশের বাজারে শীঘ্রই এদের আবির্ভার ঘটবে, এ কথাও জোর দিয়ে বলা যায় না। চাইনিজ অটোমোবাইল কোম্পানি Loncin Motorcycle-এর সাবসিডিয়ারি Voge হল এমনই একটি ব্র্যান্ড, যারা টু-হুইলার সেগমেন্টে ইলেকট্রিক মোবিলিটি সলিউশন সরবরাহ করে।

Voge সম্প্রতি ইউরোপের বাজারে একটি ফ্ল্যাগশিপ ইলেকট্রিক বাইক লঞ্চ করেছে, যার নাম Voge ER10। লুকসের কথায় আসলে, এটি শার্প লুকিং স্পোর্টি ডিজাইন পেয়েছে। Voge ER10-এর অন্যান্য স্টাইলিং হাইলাইটগুলির মধ্যে রয়েছে রিয়ার টায়ার হাগার, সিঙ্গেল পিস সিট, লম্বা হ্যান্ডেলবার, আইসিই বাইকেল মতো পেশীবহুল ছদ্মবেশী ফুয়েল ট্যাঙ্ক যা স্টোরেজ কম্পার্টমেন্টের কাজ করে।

ইলেকট্রিক বাইকটি ৬০ ভোল্টের ৬ কিলোওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারি পেয়েছে। ব্যাটারি থেকে শক্তি সংগ্রহ করে ৬০ ভোল্টের ৬ কিলোওয়াটের Voge FOC মোটর ইলেকট্রিক বাইকটিকে গতিশীলতা প্রদান করে। Voge ER10-এর টপ স্পিড ১০০ কিমি/ঘন্টা ও এক বার চার্জ দিলে বাইকটি ১০০ কিমি পথ চলতে পারবে। ব্যাটারি ০-১০০ শতাংশ চার্জ হতে সময় নেবে ৪ ঘন্টা।

বিশেষ ফিচারের কথা বললে, Voge ER10 ইলেকট্রিক বাইকটি ফুল এলইডি লাইটিং, ইউএসবি চার্জিং সকেট, এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, দু’টি রাইডিং মোড, কীলেস ইগনিশন, ব্যাটারি ইন্ডিকেটর, দু’দিকেই ডিস্ক ব্রেক, এবং ডুয়াল চ্যানেল এবিএস সহ এসেছে।

ইতালিতে Voge ER10 ইলেকট্রিক বাইকের দাম রাখা হয়েছে ৬,৫৯০ ইউরো, যা প্রায় ৫.৮৮ লক্ষ টাকার সমান। দেশে এই ব্র্যান্ডের যেহেতু কোনও উপস্থিতি নেই। তাই ই-বাইকটি কবে ভারতে পা রাখবে, তা অজানা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন