Redmi Note 8 2021 এর প্রথম অফিসিয়াল টিজার সামনে আনলো Xiaomi, থাকবে নচ ডিসপ্লে

বিশ্বজুড়ে বিক্রি ২.৫ কোটি ছাড়িয়ে যাওয়ার রেকর্ড। ২০১৯-এ লঞ্চ হওয়া Redmi Note 8 সম্প্রতি এমনই নজির গড়েছে। এই সাফল্য উদযাপনে Redmi Note 8-কে Xiaomi নতুন…

বিশ্বজুড়ে বিক্রি ২.৫ কোটি ছাড়িয়ে যাওয়ার রেকর্ড। ২০১৯-এ লঞ্চ হওয়া Redmi Note 8 সম্প্রতি এমনই নজির গড়েছে। এই সাফল্য উদযাপনে Redmi Note 8-কে Xiaomi নতুন মোড়কে ফিরিয়ে আনছে। ইতিমধ্যেই নতুন ফোনটিকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। তবে অরিজিনাল Redmi Note 8-এর স্মৃতি ফিরিয়ে Xiaomi আজ স্মার্টফোনটির 2021 ভার্সনের ফ্রন্ট ডিজাইনের চিত্র টুইট করলো।

টিজার অনুসারে Redmi Note 8 2021-এর সামনে ওয়াটারড্রপ নচ ডিজাইন থাকবে। উল্লেখ্য, অরিজিনাল Redmi Note 8 একই ডিসপ্লে ডিজাইন সহ এসেছিল। Redmi Note 8 2021-এর রিয়ার প্যানেলের ডিজাইন কেমন হবে, তা অবশ্য Xiaomi এখনও অন্ধকারে রেখেছে। এখন দেখার বিষয়, অরিজিনাল ভার্সনের মতো এটি একইরকম রিয়ার ডিজাইন পাবে নাকি নতুন কোনও চমক আমাদের জন্য অপেক্ষা করছে।

রেডমি নোট ৮ ২০২১ মে শেষ হওয়ার আগেই লঞ্চের মুখ দেখবে নাকি, শাওমি জুন পর্যন্ত অপেক্ষা করবে, তা এখনও স্পষ্ট নয়। তবে, নিশ্চিতভাবে বলা যায়, একে একে স্মার্টফোনটির আরও টিজার কোম্পানিটি পোস্ট করতে থাকবে।

এর আগে FCC সার্টিফিকেশন থেকে জানা গিয়ে যে, রেডমি নোট ৮ ২০২১ ফোনে ৪,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এর সাথে ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷ আবার M1908C3JGG মডেল নম্বর সহ ফোনটিকে ব্লুটুথ সার্টিফিকেশন সাইটেও দেখা গিয়েছিল। এখান থেকে সামনে এসেছিল, রেডমি নোট ৮ ২০২১ ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি সহ আসবে।

এছাড়াও, রেডমি নোট ৮ ২০২১ স্মার্টফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশন, ও ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হতে পারে বলে জল্পনা রয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন