Redmi Note 10 Pro 5G আগামীকাল লঞ্চ হচ্ছে, তার আগেই ফাঁস ডিজাইন সহ ফিচার

Xiaomi চীনে Redmi Note 10 5G সিরিজ আগামী ২৬ মে লঞ্চ করবে বলে আগেই ঘোষণা করেছে। Redmi Note 10 5G যেহেতু মার্চেই গ্লোবাল মার্কেটে লঞ্চ…

Xiaomi চীনে Redmi Note 10 5G সিরিজ আগামী ২৬ মে লঞ্চ করবে বলে আগেই ঘোষণা করেছে। Redmi Note 10 5G যেহেতু মার্চেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে, তাই এর চাইনিজ ভ্যারিয়েন্ট একই স্পেসিফিকেশন সহ আসবে বলে আশা করা যায়। এছাড়াও, Redmi Note 10 5G সিরিজে আরও দু’টি হ্যান্ডসেট থাকবে — Redmi Note 10 Pro 5G ও Redmi Note 10 Ultra 5G। এর মধ্যে Ultra ভ্যারিয়েন্টের মূল স্পেসিফিকেলগুলি গত সপ্তাহে সামনে এসেছিল। আজ, Redmi Note 10 Pro 5G-এর বিষয়ে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে।

চাইনিজ ই-কমার্স সাইট JD.com, রিজার্ভেশনের জন্য Redmi Note 10 Pro 5G কে লিস্টিং করেছে। যদিও সেখানে অফিসিয়াল পোস্টার ছাড়া ডিভাইসের স্পেসিফিকেশনের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

Redmi Note 10 Pro 5G-এর সামনের দিকের কথা বললে, এর ডিসপ্লের মাঝখানে পাঞ্চ হোল কাটআউট রয়েছে। এক জনপ্রিয় টিপস্টারের মতে, এটি ৬.৬ ইঞ্চি এলসিডি ফুল এইচডি+ ডিসপ্লে হবে।
আবার Xiaomi আজ বলেছে, Note 10 সিরিজ ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং DCI-P3 কালার গ্যামেট সাপোর্ট করবে।

Redmi Note 10 Pro 5G-এর ব্যাক প্যানেলের সাথে Mi 11 5G Signature Edition-এর সাদৃশ্য রয়েছে৷ ফোনের রিয়ার প্যানেলে তিনটি ক্যামেরা আছে। যার প্রাইমারি সেন্সর ৬৪ মেগাপিক্সেলের। ফোনটি ডাইমেনসিটি ৯০০ চিপসেট সহ আসতে পারে।

এছাড়াও, Xiaomi নিশ্চিত করেছে যে, Redmi Note 10 5G সিরিজ ব্লুটুথ ৫.২, NFC, এবং X-linear মোটর সহ আসবে। আবার এতে Razer মেকানিক্যাল কী-বোর্ড থাকবে। যা আরজিবি লাইটিং অফার করবে।