জনপ্রিয়তা বাড়ছে, চলতি বছরে Samsung, Xiaomi, Vivo-রা আনছে ফোল্ডিং নতুন ফোন

ফোল্ডেবল হ্যান্ডসেটের মতো আল্ট্রা প্রিমিয়াম সেগমেন্টে লাভের গুড় খেতে মরিয়া সব পক্ষই। সেই লক্ষ্যে Samsung সহ প্রথম সারির চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডগুলি ফোল্ডেবল ডিভাইস লঞ্চ করার…

ফোল্ডেবল হ্যান্ডসেটের মতো আল্ট্রা প্রিমিয়াম সেগমেন্টে লাভের গুড় খেতে মরিয়া সব পক্ষই। সেই লক্ষ্যে Samsung সহ প্রথম সারির চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডগুলি ফোল্ডেবল ডিভাইস লঞ্চ করার জন্য প্রস্তুতি সারছে। টাইমলাইনের কথা বললে, Xiaomi, Oppo, Vivo চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করবে বলে পরিকল্পনা করছে।

ডিজিটাইমসের রিপোর্ট অনুযায়ী, বিষয়টি সম্পর্কে অবগত এমন সূত্র জানিয়েছে, আল্ট্রা প্রিমিয়াম সেগমেন্টে প্রতিযোগিতা ক্রমশ বাড়বে। কারণ আরও ব্র্যান্ড ফোল্ডেবল হ্যান্ডসেট বাজারে নিয়ে আসবে। ফলস্বরূপ প্রতিদ্বন্দ্বীতা হবে বহুমুখী। সূত্রের দাবি, Samsung এ বছর হাই-এন্ড Galaxy Note সিরিজের কোনও স্মার্টফোন লঞ্চ করছে না। পরিবর্তে তারা Galaxy FoldGalaxy Z Flip লাইনআপে মনোনিবেশ করবে। 

অন্যদিকে, Xiaomi-র প্রথম ফোল্ডেবল ফোন Mi Mix Fold-এর সাক্সেসর মডেল নিয়ে কাজ শুরু হয়েছে। এমনকি, রিপোর্টে বলছে, Xiaomi ইতিমধ্যেই J18s ইন্টারনাল মডেল নম্বরের ফোল্ডিং স্মার্টফোনের টেস্টিং আরম্ভ করে দিয়েছে।

আবার গত বছর, শেংঝেনে অনুষ্ঠিত হওয়া অপ্পোর অ্যানুয়াল ইভেন্ট Inno Day-তে Oppo X 2021 নামে এক রোলেবল কনসেপ্ট স্মার্টফোন সামনে এসেছিল। ফোনটি লঞ্চ করা হবে কি না তা নিয়ে জল্পনা উঠতেই অবশ্য অপ্পো সাফ জানিয়ে দেয়, এই রোলেবল ফোনটির বাণিজ্যিক লঞ্চ করার কোনো পরিকল্পনা তাদের নেই। তবে এখন সূত্র বলছে, এ বছরের দ্বিতীয়ার্ধে ডিভাইসটি কর্মাশিয়ালি লঞ্চ হতে পারে।

উল্লেখযোগ্যভাবে, আরও বেশি সংখ্যক ব্র্যান্ড ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করার ফলে ২০২২ সালে এইসব ডিভাইসগুলির শিপমেন্ট ইউনিটের পরিমান বাড়তে পারে। সূত্রের ধারণা যে, আগামী বছর ফোল্ডেবল স্মার্টফোনের মোট গ্লোবাল শিপমেন্ট ১০ মিলিয়ন বা ১ কোটি ইউনিটের ওপর উঠে যেতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন