Gionee M15 পাওয়ারফুল ব্যাটারি ও 48 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, জানুন দাম

বেশ কয়েক বছর ধরে স্মার্টফোন মার্কেটে অদৃশ্য থাকার পর, Gionee চলতি বছরে দুর্দান্ত কামব্যাক করেছে। ঘরেলু মার্কেট ছাড়াও বাইরের দেশে সংস্থাটি বিভিন্ন স্মার্টফোন লঞ্চ করছে।…

বেশ কয়েক বছর ধরে স্মার্টফোন মার্কেটে অদৃশ্য থাকার পর, Gionee চলতি বছরে দুর্দান্ত কামব্যাক করেছে। ঘরেলু মার্কেট ছাড়াও বাইরের দেশে সংস্থাটি বিভিন্ন স্মার্টফোন লঞ্চ করছে। সেই রেশ বজায় রেখে আজ, Gionee মিড রেঞ্জ স্পেসিফিকেশনের সাথে একটি চমৎকার হ্যান্ডসেট নিয়ে হাজির হল, যার নাম Gionee M15। ফোনটির বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ফুল এইচডি রেজোলিউশনের বড় ডিসপ্লে, 48 মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, গেমিং প্রসেসর, এবং পাওয়ারফুল ব্যাটারি। Gionee M15-এর সমস্ত স্পেসিফিকেশন ও দামের বিষয়ে এবার জেনে নেওয়া যাক।

Gionee M15: স্পেসিফিকেশন

Gionee M15 ফোনে আছে 6.53 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। এটি 1080×2400 পিক্সেল রেজোলিউশন ও 60 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ফোনটি অক্টা কোর MediaTek Helio G90 প্রসেসর দ্বারা পরিচালিত। সাথে আছে 8 জিবি পর্যন্ত র‌্যাম ও 128 জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

Gionee M15 ফোনের পিছনে চারটি ক্যামেরা বর্তমান। এই ক্যামেরাগুলি হল 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, এবং ম্যাক্রো শ্যুট ও ডেপ্থ এফেক্টের জন্য ২ মেগাপিক্সেলের দু’টি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে আছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Gionee M15 ফোনটি 18W র‌্যাপিড চার্জিং সাপোর্ট ও 5100 এমএএইচ ব্যাটারি সহ এসেছে। সিকিউরিটির জন্য রিয়ার প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। এছাড়া এই ফোনে ডুয়াল সিম, 4G LTE, Wi-Fi, 3.5 মিমি হেডফোন জ্যাকের মতো বেসিক কানেক্টিভিটি ফিচার রয়েছে।

Gionee M15: দাম

Gionee M15 স্মার্টফোনের 6 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজের দাম 90,800 নাইজেরিয়ান নাইরা (প্রায় 16.024 টাকা)। এর 8 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে 106,200 নাইজেরিয়ান নাইরা (প্রায় 18,740 টাকা)। Gionee M15 আপাতত নাইজেরিয়াতে লঞ্চ হয়েছে। ফোনটি অন্যান্য মার্কেটে কবে পাওয়া যাবে, তা এখনও জানা যায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন