BS6 অবতারে শীঘ্রই ফিরছে Ducati Diavel 1260, জেনে নিন নতুন মডেলের দাম

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত বিপর্যস্ত হয়ে পড়ায় বেশ কিছু আল্ট্রা প্রিমিয়াম বাইকের লঞ্চ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছিল। তবে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্ৰণ আসার ফলে সেগুলি…

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত বিপর্যস্ত হয়ে পড়ায় বেশ কিছু আল্ট্রা প্রিমিয়াম বাইকের লঞ্চ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছিল। তবে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্ৰণ আসার ফলে সেগুলি খুব শীঘ্রই লঞ্চ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এমনই এক বাইক হল Ducati-র Diavel 1260৷ সম্প্রতি Ducati তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বাইকটিকে টিজ করা শুরু করেছে। ফলে আগামী মাসের মধ্যেই BS6 অবতারে Diavel 1260 ভারতে লঞ্চ হয়ে যাবে বলে আশা করা যায়।

আপকামিং Diavel 1260 BS6-এর সবচেয়ে বড় হাইলাইট হল 1262cc-র মহা শক্তিশালী V-Twin ইঞ্জিন। এটির পাওয়ার এবং টর্ক আউটপুট শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। V-Twin ইঞ্জিনটি সর্বোচ্চ 162hp শক্তি এবং সর্বোচ্চ 129nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। উল্লেখ্য, বিদায়ী মডেলের মতো টর্ক আউটপুট এক থাকলেও, নতুন মডেলে পাওয়ার 3hp বেড়েছে। আবার BS6 পরিবেশবিধি মেনে আপডেট করার পর 5 কেজি বৃদ্ধি পেয়ে Diavel 1260-এর ওজন হবে 249 কেজি।

Ducati ভারতে Diavel 1260 বাইকের দু’টি ভ্যারিয়েন্ট – Standard এবং S লঞ্চ করতে পারে। দু’ভার্সনে বিশেষ ফিচারের মধ্যে থাকবে ট্র্যাকশন কন্ট্রোল, হুইলি কন্ট্রোল, ইঞ্জিন ব্রেক কন্ট্রোল, কর্নারিং এবিএস সহ নানা অত্যাধুনিক ফিচার। S মডেলটি আবার Standard মডেলের চেয়ে 2 কেজি হালকা। উপরন্তু, S মডেলে স্ট্যান্ডার্ড হিসেবে থাকছে বি-ডিরেকশনাল কুইকশিফটার, যা কিন্তু Standard মডেলে অনুপস্থিত।

ডিজাইনের দিক থেকে Diavel 1260 BS6-এ খুব বেশি পরিবর্তন দেখার সম্ভাবনা কম। ফলে Diavel 1260 আগের মতোই হাইপার অ্যাগ্রেসিভ লুকে রাস্তার ঝড় তুলবে। ভারতে Diavel 1260 বাইকের BS4 ভার্সন 17.70 লক্ষ টাকায় (দিল্লির এক্স-শোরুম) বিক্রি হত। নয়া BS6 ভার্সনে দাম 20 হাজার থেকে 30 হাজার টাকা বাড়বে বলে আমরা অনুমান করছি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন