মাত্র 3899 টাকায় কিনে নিন এই 4G সাপোর্টের ফোন, Jio গ্রাহকরা পাবে 3,000 টাকা বেনিফিট

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল itel A23 Pro। Reliance Jio-র সাথে হাত মিলিয়ে itel এই ফোনকে ভারতে এনেছে। আজ থেকে ফোনটির সেল শুরু হবে। জিও…

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল itel A23 Pro। Reliance Jio-র সাথে হাত মিলিয়ে itel এই ফোনকে ভারতে এনেছে। আজ থেকে ফোনটির সেল শুরু হবে। জিও গ্রাহকরা এই ফোনের ওপর 3,000 টাকা পর্যন্ত বেনিফিট পাবেন। Reliance Digital Store ও Jio ওয়েবসাইট থেকে ফোনটি কেনা যাবে। 5,000 টাকার কমে আসা itel A23 Pro ফোনে 4G VoLTE সাপোর্ট করবে। এছাড়াও এই ফোনে আছে 8 জিবি ইন্টারনাল স্টোরেজ, 2,400 এমএএইচ ব্যাটারি, ও কোয়াড কোর 1.4 গিগাহার্টজ প্রসেসর।

itel A23 Pro এর দাম ও অফার:

itel A23 Pro এর দাম রাখা হয়েছে 4,999 টাকা। এই মূল্য ফোনটির 1 জিবি র‌্যাম এবং 8 জিবি ইন্টারনাল স্টোরেজের। ফোনটি দুটি কালারে উপলব্ধ-স্যাপায়ার ব্লু এবং এবং লেক ব্লু।

অফারের কথা বললে, সেল উপলক্ষ্যে ফোনটি মাত্র 3,899 টাকায় পাওয়া যাবে। একই সাথে Jio ইউজাররা 3,000 টাকার বেনিফিট পাবেন। তবে এই অ্যামাউন্ট, রিচার্জ ভাউচার হিসাবে পাওয়া যাবে, যা 249 টাকা বা তার বেশি মূল্যের নির্বাচিত প্ল্যান রিচার্জ সময় ব্যবহার করা যাবে।

itel A23 Pro-এর স্পেসিফিকেশন:

itel A23 Pro ফোনে 5 ইঞ্চির ডিসপ্লে আছে, যার স্ক্রিন রেজোলিউশন 480×854 পিক্সেল। ফোনটি 2 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সফ্ট ফ্ল্যাশ সহ একটি VGA সেলফি ক্যামেরা সহ এসেছে। এছাড়াও এই ফোনে আছে UNISOC SC9832E কোয়াড কোর 1.4 গিগাহার্টজ প্রসেসর, 1 জিবি র‌্যাম এবং 8 জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ইন্টারনাল স্টোরেজ 32 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

itel A23 Pro ফোনটি Android 10 ওএসের গো ভার্সনে চলে। পাওয়ারের ব্যাকআপের জন্য এতে রয়েছে 2,400mAh ব্যাটারি। সিকিউরিটির জন্য এই সস্তা ফোনে ফেস আনলকের সুবিধা আছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

Tech Gup এখন

হোয়াট্‌সঅ্যাপেও

WhatsApp Logo ফলো করুন