মুড়ি মুড়কির মতো বিক্রি হচ্ছে Redmi Note 10 5G সিরিজ, এক ঘন্টায় বিক্রি 5 লক্ষ ইউনিট

গত সপ্তাহে চীনে লঞ্চ হয়েছিল Redmi Note 10 এবং Redmi Note 10 Pro। দুটি ফোনেই 5G কানেক্টিভিটি বর্তমান। আবার এতে আছে Mediatek Dimensity প্রসেসর। গতকাল…

গত সপ্তাহে চীনে লঞ্চ হয়েছিল Redmi Note 10 এবং Redmi Note 10 Pro। দুটি ফোনেই 5G কানেক্টিভিটি বর্তমান। আবার এতে আছে Mediatek Dimensity প্রসেসর। গতকাল ফোনগুলি প্রথমবার ফ্ল্যাশ সেলে উপলব্ধ হয়েছিল। আর এই সেলে রেকর্ড পরিমাণ ফোন সেল করেছে Xiaomi। কোম্পানিটি জানিয়েছে এই সেলে তারা মাত্র 49 মিনিট 52 সেকেন্ডে 1.5 বিলিয়ন ইউয়ান রেভেনিউ জেনারেট করেছে।

Xiaomi আরও জানিয়েছে, তারা মাত্র এক ঘণ্টায় 5,00,000 ইউনিট Redmi Note 10 5G সিরিজের ফোন বিক্রি করেছে। যদিও দুটি ফোনের মধ্যে কোনটি বেশি জনপ্রিয়তা পেয়েছে তা কোম্পানি প্রকাশ করেনি।

জানিয়ে রাখি, Redmi Note 10 5G ফোনটি চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। যেগুলি 4 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজ, 6 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজ, 8 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজ এ 8 জিবি র‌্যাম ও 256 জিবি স্টোরেজ। এদের দাম যথাক্রমে 1,099 ইউয়ান (প্রায় 10,550 টাকা), 1,199 ইউয়ান (প্রায় 13,700 টাকা), 1,399 ইউয়ান (প্রায় 16,000 টাকা) ও 1,599 ইউয়ান (প্রায় 18,250 টাকা)।

অন্যদিকে Redmi Note 10 Pro 5G-এর দাম শুরু হচ্ছে 1,499 ইউয়ান থেকে (প্রায় 17,000 টাকা)। এটি 6 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজের দাম। এছাড়াও, 8 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজে ও 8 জিবি র‌্যাম ও 256 জিবি স্টোরেজে Redmi Note 10 Pro 5G পাওয়া যাবে। যার দাম যথাক্রমে 1,799 ইউয়ান (প্রায় 20,450 টাকা) ও 1,999 ইউয়ান (প্রায় 22,700 টাকা)। 

প্রসঙ্গত, Redmi Note 10 5G ফোনটি গত মার্চে প্রথম ইউরোপে লঞ্চ হয়েছিল। আবার নতুন Redmi Note 10 Pro 5G ফোনটি শীঘ্রই গ্লোবাল মার্কেটে Poco X3 GT নামে আসবে বলে জল্পনা চলছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন