সুখবর, 8 জুন ভারতে আসছে Poco M3 Pro 5G, কী জন্য স্পেশাল জেনে নিন

গ্লোবাল মার্কেটের পর Poco এবার ভারতেও Poco M3 Pro 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আগামী 8 জুন Poco M3 Pro 5G ভারতে পা রাখছে। ভারতে…

গ্লোবাল মার্কেটের পর Poco এবার ভারতেও Poco M3 Pro 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আগামী 8 জুন Poco M3 Pro 5G ভারতে পা রাখছে। ভারতে Poco-র অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলি এমনই ঘোষণা করেছে। Poco আরও জানিয়েছে, হালফিলে Poco ব্র্যান্ডেড প্রত্যেকটি ডিভাইসের মতো এটিও ফ্লিপকার্টে লঞ্চ হবে। উল্লেখ্য, ওইদিন ভারতে iQOO Z3 5G ফোনটিও লঞ্চ হবে।

Poco M3 Pro 5G কী জন্য স্পেশাল

এদেশে Poco আজ পর্যন্ত কোনও 5G স্মার্টফোন আনেনি৷ সেদিক থেকে দেখতে গেলে, Poco M3 Pro ভারতে Poco-র প্রথম 5G সাপোর্টেড হ্যান্ডসেট হতে চলেছে। পাশাপাশি Poco M3 Pro 5G হল 90hz রিফ্রেশ রেটযুক্ত Poco M সিরিজের প্রথম স্মার্টফোন।

গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়ার ফলে Poco M3 Pro 5G-এর সমস্ত স্পেসিফিকেশনই আমাদের জানা। ফোনটির ভারতীয় ভ্যারিয়েন্টেও একইরকম স্পেসিফিকেশন থাকবে বলে আমরা আশা করছি।

Poco M3 Pro 5G: স্পেসিফিকেশন

Poco M3 Pro 5G স্মার্টফোনে রয়েছে 6.5 ইঞ্চি ডিসপ্লে। এটি FHD+ (1080×2400 পিক্সেল) রেজোলিউশন, 90hz হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট সহ এসেছে। সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লের মাঝখানে পাঞ্চ হোল কাটআউট আছে। ফোনটি MediaTek Dimensity 700 প্রসেসর দ্বারা পরিচালিত৷ সাথে রয়েছে 4 জিবি/6 জিবি র‌্যাম ও 64 জিবি/128 জিবি ইন্টারনাল স্টোরেজের বিকল্প।

ফটোগ্রাফির জন্য Poco M3 Pro 5G-এর ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল F/1.79 অ্যাপারচার সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও 2  মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে F/2.0 অ্যাপারচারযুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷ সফটওয়্যারের কথা বললে, Poco M3 Pro 5G Android 11 ভার্সনে চলবে। সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোনের পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করা হয়েছে।

Poco M3 Pro 5G: দাম (সম্ভাব্য)

গ্লোবাল মার্কেটে Poco M3 Pro 5G এর 4 জিবি র‌্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজের দাম 179 ইউরো (প্রায় 16,000 টাকা)। আবার এর 6 জিবি র‌্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজের দাম 199 ইউরো (প্রায় 17,800 টাকা)। সেক্ষেত্রে Poco M3 Pro 5G-এর দাম ভারতে 15,000 টাকার আশেপাশে হতে পারে বলে আমরা আশা করছি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন