Oppo PEGM00 মিড রেঞ্জে ট্রিপল রিয়ার ক্যামেরা ও 5,000mAh ব্যাটারির সাথে বাজারে পা রাখছে, জানুন অন্যান্য ফিচার

গত সপ্তাহের ঘটনা, PEGM00 মডেল নম্বর সহ Oppo-র একটি 5G স্মার্টফোন চীনের 3C সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। আর আজ, সেই স্মার্টফোনটিই TENAA অথরিটির ডেটাবেসে হাজির…

গত সপ্তাহের ঘটনা, PEGM00 মডেল নম্বর সহ Oppo-র একটি 5G স্মার্টফোন চীনের 3C সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। আর আজ, সেই স্মার্টফোনটিই TENAA অথরিটির ডেটাবেসে হাজির হয়েছে। TENAA থেকে ফোনটির প্রায় সমস্ত স্পেসিফিকেশন সামনে এসেছে, যা দেখার পর স্পষ্ট, Oppo PEGM00 মিড রেঞ্জ হ্যান্ডসেট হতে চলেছে। যদিও ফোনটির নাম এখনও অজানা। নতুন করে এর ব্যাপারে কী কী তথ্য প্রকাশ হল, তা এবার দেখে নেওয়া যাক।

Oppo PEGM00 : স্পেসিফিকেশন

TENAA সার্টিফিকেশন সাইট অনুযায়ী, Oppo PEGM00 স্মার্টফোনে রয়েছে 6.5 ইঞ্চি ডিসপ্লে যা FHD+ (1080×24000 পিক্সেল) রেজোলিউশন ও 20:9 আসপেক্ট অনুপাত অফার করবে। আকৃতিতে ডিভাইসটি 162.9×74.7×8.4 মিমি এবং ওজন 189 গ্রাম।

3C সার্টিফিকেশন সাইটে থেকে জানা যায়, এটি 4,980mAh ব্যাটারি সহ আসবে। যদিও ব্যাটারিটি 5,000mAh ক্যাপাসিটি হিসাবে মার্কেটিং করা হবে, সাথে থাকবে 18W চার্জার।

Oppo PEGM00 স্মার্টফোনটি 2.2Ghz অক্টা কোর চিপসেট দ্বারা পরিচালিত হবে। এটি Qualcomm না MediaTek-এর প্রসেসর, তা জানা যায়নি। ফোনটি চীনে 6 জিবি/ 8 জিবি র‌্যাম ও 64 জিবি / 128 জিবি /256 স্টোরেজ অপশনে আসতে পারে। সেইসঙ্গে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়ানোর সুবিধা থাকবে। Oppo PEGM00-এর পিছনে 48 মেগাপিক্সেল +2 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।

TENAA ও 3C-এর মতো দু’টি গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র পাওয়ার ফলে Oppo PEGM00 খুব শীঘ্রই লঞ্চ হবে বলে ধরে নেওয়া যায়। ঘটনাচক্রে, স্পেসিফিকেশন ও ডিজাইনের নিরিখে Oppo PEGM00-এর সাথে (PEHM00/PEHT00), Oppp A93 5G স্মার্টফোনের বেশ মিল রয়েছে। Oppp A93 5G চলতি বছরের শুরুর দিকে লঞ্চ হয়েছিল। দু’টি স্মার্টফোনের মধ্যে পার্থক্য মূলত চিপসেটে লুকিয়ে আছে বলেই মনে হচ্ছে। Oppp A93 5G-এ Snapdragon 480 প্রসেসর রয়েছে। সেখানে Oppo PEGM00 কোন প্রসেসরের সাথে আসছে, তা আর কিছু দিনের মধ্যই স্পষ্ট হয়ে যাবে বলে আশা করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন