Vivo V21 5G আকর্ষণীয় অফারের সাথে কিনে নেওয়ার সুযোগ, হাতছাড়া করলে পস্তাবেন

চলতি বছরে এপ্রিলের শেষ দিকে লঞ্চ হওয়া Vivo V21 5G স্মার্টফোনটিকে অত্যাধিক কম দামে কিনে নেওয়ার সুযোগ করে দিচ্ছে Flipkart। সেক্ষেত্রে, ফোনটির খরিদ্দারীর ক্ষেত্রে নানাবিধ…

চলতি বছরে এপ্রিলের শেষ দিকে লঞ্চ হওয়া Vivo V21 5G স্মার্টফোনটিকে অত্যাধিক কম দামে কিনে নেওয়ার সুযোগ করে দিচ্ছে Flipkart। সেক্ষেত্রে, ফোনটির খরিদ্দারীর ক্ষেত্রে নানাবিধ আকর্ষণীয় অফারের লাভ ওঠাতে পারবেন ক্রেতারা। সাথে থাকছে নো-কস্ট ইএমআই-এর সুবিধাও। ফলে আপনি যদি কোনো মিড রেঞ্জ ফোন খুঁজে থাকেন তাহলে Vivo V21 5G আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। এতে, মিডিয়াটেক ডাইমেনসিটি 800U প্রসেসর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ট্রিপল রিয়ার ক্যামেরা, ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 8 জিবি র‌্যাম রয়েছে। এছাড়াও এতে পাওয়া যাবে, ভার্চুয়াল র‌্যাম ফিচার এবং বিশ্বের সর্বপ্রথম OIS সার্পোটযুক্ত 44 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আসুন ফোনটির দাম ও অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Vivo V21 5G স্মার্টফোন দাম ও অফার :

Vivo -এর উক্ত 5G সাপোর্টের ফোনটি দুটি‌ স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। যার মধ্যে, 8 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে আসা মডেলটির দাম, 29,990 টাকা এবং 8 জিবি র‌্যাম এবং 256 জিবি স্টোরেজ যুক্ত মডেলটির দাম, 32,990 টাকা।

এবার আসা যাক অফারের প্রসঙ্গে। আগ্রহীরা যদি তাদের পুরোনো হ্যান্ডসেটকে এক্সচেঞ্জ করে Vivo V21 5G স্মার্টফোনটিকে কিনতে চান তাহলে ফোনের উভয় ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই, 14,600 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে। সেক্ষেত্রে আপনি যদি এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু পেতে সক্ষম হন তবে ফোনটির দুটি ভ্যারিয়েন্টকে যথাক্রমে, 15,390 টাকা এবং 18,390 টাকায় পকেটস্থ করতে পারবেন।

আবার এক্সচেঞ্জ অফারের পাশাপাশি ইএমআই -এর বিকল্পও দেওয়া হচ্ছে। যার দরুন, মাসিক 4,999 টাকার নো-কস্ট ইএমআই -তে গ্রাহকেরা এই ফোনটিকে কিনে নিতে পারবেন। এর জন্য তাদের 6 টি কিস্তিতে ইএমআই শোধ করতে হবে। এছাড়া, থাকছে স্ট্যান্ডার্ড ইএমআই অপশন। এই অপশনের অধীনে মাসিক 1,025 টাকার স্ট্যান্ডার্ড ইএমআই -তে ফোনটি ক্রয় করা যাবে। এর জন্য আগ্রহীকে সর্বোচ্চ 36 টি কিস্তিতে ফোনের মূল্য শোধ করতে হবে। এরই সাথে, Flipkart Axis ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে, 5% আনলিমিটেড ক্যাশব্যাক অফার।

Vivo V21 5G এর স্পেসিফিকেশন :

Vivo V21 5G স্মার্টফোনে, 2404 x 1080 পিক্সেল রেজুলেশন যুক্ত 6.44 ইঞ্চির ফুল এইচডি প্লাস E3 AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লের, রিফ্রেশ রেট 90 হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট 180 হার্টজ। আবার স্ক্রিনকে সুরক্ষিত রাখতে, Schott Xensation UP ডিসপ্লে প্রটেকশন দেওয়া হয়েছে। উন্নত পারফরম্যান্সের জন্য, এই ফোনে ব্যবহার করা হয়েছে 2.4 গিগাহার্টজ অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 800U প্রসেসর এবং ARM Mali G-57 MC3 জিপিইউ। ফোনটিতে ডিফল্ট রূপে, 8 জিবি র‌্যাম এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজকে আরও বাড়ানো যাবে। তদুপরি, এতে ভার্চুয়াল র‌্যাম ফিচার উপলব্ধ থাকায়, ডিভাইস স্টোরেজকে ৩ জিবি পর্যন্ত র‌্যামে পরিণত করা যাবে।

ফটোগ্রাফির জন্য Vivo V21 5G ফোনে, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হলো, 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর (অ্যাপারচার : f/1.79), 8 মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর (অ্যাপারচার : f/2.2) এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর (অ্যাপারচার : f/2.2)। এছাড়া, ফোনের সামনের দিকে, f/2.0 অ্যাপারচার ও OIS সাপোর্ট সহ 44 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও আছে। এই ফ্রন্ট ক্যামেরাটি ডুয়াল সেলফি স্পটলাইট ফিচার সহ এসেছে, যা এলইডি ফ্ল্যাশ ও স্ক্রিনের সফ্ট লাইট ব্যবহার করে কম আলোতেও ভালো ছবি তুলতে সাহায্য করবে। জানিয়ে রাখি, পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে আছে 4,000 এমএএইচ ব্যাটারি। এটি 33 ওয়াট ফ্ল্যাশচার্জিং সাপোর্ট করে। এছাড়া, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ সি পোর্ট, ব্লুটুথ এবং ওয়াই-ফাই কানেকশন তো থাকছেই।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন