সস্তা ফোন OnePlus Nord CE 5G এর সমস্ত ফিচার লঞ্চের আগেই ফাঁস, জেনে নিন দাম

আগামী 10 জুন ভারত ও ইউরোপের বাজারে লঞ্চ হবে নতুন মিড রেঞ্জ স্মার্টফোন OnePlus Nord CE 5G। যেহেতু ফোনটি আসতে আর বেশি দেরি নয়, সেক্ষেত্রে…

আগামী 10 জুন ভারত ও ইউরোপের বাজারে লঞ্চ হবে নতুন মিড রেঞ্জ স্মার্টফোন OnePlus Nord CE 5G। যেহেতু ফোনটি আসতে আর বেশি দেরি নয়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রায় প্রতিদিনই এর সম্পর্কে নতুন নতুন তথ্য সামনে আসছে। ইতিমধ্যেই OnePlus Nord CE হ্যান্ডসেটটির প্রথম সেলের তারিখ প্রকাশিত হয়েছে, সামনে এসেছে ফোনটির দু-চারটি মূল স্পেসিফিকেশন। এমনকি গতকালই এটির ব্যাক প্যানেলের ডিজাইন সম্পর্কেও সামান্য ধারণা পাওয়া গেছে। তবে ২৪ ঘন্টা কাটতে না কাটতেই Mysmartprice নামক পোর্টালটি, আজ Nord CE (Core Edition) 5G-র সমস্ত স্পেসিফিকেশন ফাঁস করেছে। যোগেশ নামের একজন লিকস্টার Mysmartprice কে ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন জানিয়েছেন।

রিপোর্ট অনুযায়ী, আসন্ন Nord ডিভাইসে প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড থাকবে এবং 90Hz রিফ্রেশ রেট সহ 6.43-ইঞ্চির AMOLED ডিসপ্লে প্যানেল দেখা যাবে। আবার এটির ডিসপ্লেতে অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাঞ্চ-হোল নচ থাকবে বলেও দাবি করা হয়েছে। অন্যদিকে OnePlus Nord CE 5G, 8nm ফ্যাব্রিকেশন প্রক্রিয়াতে নির্মিত অক্টা-কোর Qualcomm Snapdragon 750G SoC দ্বারা চালিত হবে এবং এটি দুটি স্টোরেজ অপশনে (6GB + 64GB ও 8GB RAM + 128GB) পাওয়া যাবে বলে যোগেশ দাবি করেছেন।

এছাড়া পূর্বে প্রকাশিত রিপোর্টগুলির মতই, আজও ফোনটির ক্যামেরা ফিচার সম্পর্কে বলা হয়েছে যে, এতে 64MP প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। ফোনের বাকি দুটি ক্যামেরা হবে OmniVision সেন্সরসহ 8MP আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ডেপ্থ সেন্সর। আবার সামনের দিকে সেলফি বা ভিডিও কলের জন্য একটি 16MP শ্যুটার থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যান্য ফিচারের কথা বললে, Nord CE 5G ফোনটিতে 4500mAh ব্যাটারি ক্যাপাসিটি এবং 30W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। ফোনটির বেধ 7.9mm হবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে। টিপস্টার জানিয়েছেন এই ফোনটি অন্য OnePlus ফোনগুলির তুলনায় সস্তা হবে; তার দাবি এটির 8GB র‌্যাম + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে 24,000 টাকা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন