Vivo-র ট্যাবলেট চলতি বছরেই বাজারে আসছে, থাকবে ডুয়েল ক্যামেরা সহ বড় ব্যাটারি

জল্পনাই কি তাহলে শেষপর্যন্ত সত্যি হচ্ছে? চীনের BBK Electronics Group এর অধীনে Vivo, Oppo, OnePlus, Realme-এর মতো শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড থাকলেও, এখনও অব্দি কেউউ ট্যাবলেট…

জল্পনাই কি তাহলে শেষপর্যন্ত সত্যি হচ্ছে? চীনের BBK Electronics Group এর অধীনে Vivo, Oppo, OnePlus, Realme-এর মতো শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড থাকলেও, এখনও অব্দি কেউউ ট্যাবলেট ডিভাইস বাজারে আনেনি। তবে Realme ইতিমধ্যেই ল্যাপটপের পাশাপাশি ট্যাবকেও টিজ করেছে। আবার সম্প্রতি Vivo-র আপকামিং ট্যাবলেট নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল। Vivo Pad বলে কোম্পানির তরফে যার ট্রেডমার্ক ইউরোপে রেজিস্টার করা হয়েছে। এখন একটি অনলাইন রিপোর্টে দাবি করা হল, ট্যাবলেট সেগমেন্টে পা রাখবে বলে ভিভো নাকি নিজে থেকেই নিশ্চিত করেছে।

Vivo tablet চতুর্থ ত্রৈমাসিকে লঞ্চ হতে পারে

ithome-এর রিপোর্ট অনুযায়ী, ট্যাবলেট মার্কেটে ভিভো প্রবেশ করবে বলে নিশ্চিত করেছে। রিপোর্টে আরও বলা হয়েছে, ভিভোর প্রথম ট্যাবলেট চলতি বছরের চতুর্থ ত্রৈমাসিকে লঞ্চ হতে পারে। এছাড়া ডিভাইসটির স্পেসিফিকেশন বা ফিচারের বিষয়ে রিপোর্টে কোনও উল্লেখ নেই।

Vivo tablet এর ব্যাটারি ক্যাপাসিটি জানা গেছে

প্রসঙ্গত, ভিভোর প্রথম ট্যাবলেটে পাওয়ার ব্যাকআপের জন্য ৮,০৪০ এমএএইচ ব্যাটারি থাকবে। ভিভোর ট্যাবের এই ব্যাটারি ৮ জুন টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinlad)-এর সার্টিফিকেশন পেয়েছিল।

এদিকে ফাঁস হওয়া স্কেচ অনুযায়ী, ভিভোর আসন্ন ট্যাবলেটে ফুল-স্ক্রিন ডিসপ্লে থাকবে৷ ট্যাবলেটটি ডুয়াল-ক্যামেরা সহ আসবে। সেন্সর দু’টি আয়তকার ক্যামেরা মডিউলের ভেতরে বসানো হবে। পাওয়ার বাটন ডানদিকে এলং ভলিউম আপ-ডাউন কী ট্যাবের বামদিকে থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন