ইলেকট্রিক স্কুটার খোঁজ করছেন? ২০,০০০ টাকা পর্যন্ত সস্তা হল Komaki TN95 ও SE

FAME-II প্রকল্পে শর্তসাপেক্ষে ভর্তুকি বাড়ানোর ঘোষণার পর ভারতের একাধিক ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা দাম কাটছাঁটের ঘোষণা করেছে। ভর্তুকির জন্য সমস্ত মানদন্ড পূরনকারী দু’চাকার বৈদ্যুতিক যানের…

FAME-II প্রকল্পে শর্তসাপেক্ষে ভর্তুকি বাড়ানোর ঘোষণার পর ভারতের একাধিক ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা দাম কাটছাঁটের ঘোষণা করেছে। ভর্তুকির জন্য সমস্ত মানদন্ড পূরনকারী দু’চাকার বৈদ্যুতিক যানের দাম বেশ ভারি মাত্রায় কমছে। লেটেস্ট ব্র্যান্ড হিসেবে এবার Komaki (কোমাকি) তার ইলেকট্রিক স্কুটার TN95 এবং SE স্কুটারের দাম হ্রাস করার পথে হাঁটল।

Komaki TN95 এখন ২০,০০০ টাকা ভর্তুকির সাথে পাওয়া যাবে। অপরদিকে Komaki SE আগের তুলনায় ১৫,০০০ টাকা সস্তায় উপলব্ধ হবে।

Komaki TN95 ইলেকট্রিক স্কুটার

রাইডিং রেঞ্জ = ৮৫-১০৫ কিমি

কোমাকি টিএন৯৫ হাই-স্পিড ইলেকট্রিক স্কুটার ক্যাটেগরিতে পড়ে। এটি সম্পূর্ণভাবে ভারতীয় পরিবারের প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। স্কুটারের দু’পাশে ফুটরেস্ট এবং এর বডির চারপাশে প্রোটেকশন হিসেবে মেটালের গার্ড রয়েছে।  ক্রুজ কন্ট্রোল, রিভার্স পার্ক/অ্যাসিস্ট, ফুল-ডিজিটাল কালার ডিসপ্লে, সেল্ফ-ডায়াগনসিস সুইচ, রিজেনারেটিভ ব্রেকিং প্রভৃতি ফিচারের সাথে কোমাকি টিএন৯৫ বৈদ্যুতিক স্কুটারটি এসেছে।

Komaki SE ইলেকট্রিক স্কুটার

রাইডিং রেঞ্জ = ৮৫-১০৫ কিমি

কোমাকি টিএন৯৫-এর মতো এসই হাই-স্পিড ইলেকট্রিক স্কুটার ক্যাটেগরিতে পড়ে। বিদ্যুৎ শক্তি দ্বারা চালিত কোমাকি এসই স্কুটারের ফিচারের মধ্যে রয়েছে এলইডি ডিআরএল সহ এলইডি হেডলাইট, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, সেল্ফ-ডায়াগনসিস সিস্টেম, সার্ভিস রিমাইন্ডার, তিন ধরনের রাইডিং মোডস ইনবিল্ট ব্লুটুথ স্পিকার সহ মাল্টিমিডিয়া কন্ট্রোল স্যুইচ, রিমোট লকিং সহ অ্যান্টি থেফ্ট সিস্টেম, রিভার্স অ্যাসিস্ট, ক্রুজ কন্ট্রোল, ইউএসবি চার্জিং পোর্ট, প্রভৃতি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন