১ জুলাই ভারতে আসছে Realme Dizo-র প্রথম স্মার্ট প্রোডাক্ট

চলতি মাসের শুরুতেই Realme, Dizo নামে তাদের নতুন টেকলাইফ ব্র্যান্ডের আগমনের কথা ঘোষণা করেছিল। তারপর সূত্র মারফত খবর পাওয়া গিয়েছিল যে, সংস্থাটি জুলাই ২০২১-এর প্রথমার্ধে…

চলতি মাসের শুরুতেই Realme, Dizo নামে তাদের নতুন টেকলাইফ ব্র্যান্ডের আগমনের কথা ঘোষণা করেছিল। তারপর সূত্র মারফত খবর পাওয়া গিয়েছিল যে, সংস্থাটি জুলাই ২০২১-এর প্রথমার্ধে স্মার্ট এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির অধীনে একটি প্রোডাক্ট লঞ্চ করবে। অবশেষে খবরটি সত্যি হতে চলেছে, কারণ Realme-র অল-নিউ ব্র্যান্ড Dizo আগামী ১ জুলাই একটি ইভেন্টের আয়োজন করেছে, যেখানে সংস্থাটি তার প্রথম প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে। যদিও প্রোডাক্টটি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে যেহেতু ইতিমধ্যেই Dizo-ব্র্যান্ডেড ওয়্যারলেস ইয়ারবাড, স্মার্টওয়াচ এবং ফিচার ফোনের খবর ফাঁস হয়েছে, তাই আসন্ন প্রোডাক্টটি এগুলির মধ্যেই কোনো একটি হবে বলে অনেকে মনে করছেন।

কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, Dizo এই ইভেন্টে দুটি ওয়্যারলেস ইয়ারবাড লঞ্চ করতে পারে, যাদের নাম Dizo GoPods এবং Dizo GoPods D। আবার অনেক বলেছেন, ব্র্যান্ডটি Dizo Watch স্মার্টওয়াচ লঞ্চ করতে পারে। ভিয়েতনামের ই-কমার্স ওয়েবসাইট, Shoppe গত সপ্তাহ থেকে এই তিনটি প্রোডাক্ট টিজ করছে। টিজার অনুযায়ী, প্রোডাক্টগুলি Realme Buds Air 2, Realme Buds Q2, এবং Realme Watch 2 এর মত ফিচারসহ এলেও এদের ডিজাইন ভিন্ন হবে। ফলে ডিভাইসগুলি বাজারে কতটা ছাপ ফেলতে পারবে তা সময় বলবে।

এদিকে Dizo যদি ভালো ফিচার ফোন লঞ্চ করে, তাহলে দ্রুত মার্কেট দখল করতে পারে। কারণ KaiOS অপারেটিং সিস্টেমে চলা JioPhone বা Nokia হ্যান্ডসেট-এর মতো ভালো ফিচার ফোন মার্কেটে খুব বেশি নেই। সেক্ষেত্রে Dizo যদি অত্যাধুনিক ফিচারের সাথে এই ফোনগুলি বাজারে আনে, তবে মানুষের কাছে বিকল্প বাড়বে।

তবে এই প্রোডাক্টগুলি ছাড়াও, Dizo একটি ব্লুটুথ স্পিকার (Bluetooth speaker) এবং একটি ভ্যাকুয়াম রোবট (vacuum robot) লঞ্চ করতে পারে বলেও শোনা যাচ্ছে। তবে তাদের সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি। Realme ইতিমধ্যে বেশ কয়েকটি পোর্টেবল স্পিকার এবং একটি ভ্যাকুয়াম রোবট লঞ্চ করেছে। তাই অনেকে মনে করছেন যে, GoPods এবং Dizo Watch-এর মতোই Dizo এই প্রোডাক্টগুলিকে রিব্র্যান্ড করে বিক্রি করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন