এখন পোস্ট অফিস থেকেই হবে গাড়ি-বাইকের বিমা, বিস্তারিত জানুন

ডাকঘর থেকেই এবার ব্যক্তিগত গাড়ি-বাইকের বিমা করানো যাবে। ভারতীয় ডাকবিভাগ গাড়ির ক্ষেত্রে দু’টি বেসরকারি বিমা সংস্থার সাথে গাঁটছাড়া বেঁধেছে। তবে খুব তাড়াতাড়িই আরও কয়েকটি বিমা…

ডাকঘর থেকেই এবার ব্যক্তিগত গাড়ি-বাইকের বিমা করানো যাবে। ভারতীয় ডাকবিভাগ গাড়ির ক্ষেত্রে দু’টি বেসরকারি বিমা সংস্থার সাথে গাঁটছাড়া বেঁধেছে। তবে খুব তাড়াতাড়িই আরও কয়েকটি বিমা সংস্থার সাথে ডাকবিভাগ চুক্তিতে সাক্ষর করবে।

পশ্চিমবঙ্গে বুধবার থেকেই মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির নতুন বিমা বা পুরনো বীমা নবীকরণের কাজ শুরু হয়ে গেছে। বিমার পক্রিয়াটি সরকারি মাধ্যমে হওয়ার ফলে বেসরকারি এজেন্টদের হাতে প্রতারিত হওয়ার ঘটনাও কমে যাবে।

ডাক বিভাগের কর্মীদের কাছে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে নতুন বিমা কিংবা পুরনো বীমার নবায়ন হয়ে যাবে। বিমার কাগজপত্র ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হবে।

পোস্ট অফিস সূত্রের খবর, মোটরবাইক ও প্রাইভেট গাড়ির বিমার কাজ দিয়ে নতুন উদ্যোগের সূচনা করা হয়েছে। পণ্যবাহি গাড়ি বা লরি, কিংবা অন্যান্য যানবাহনের বিমার কাজ এখনও চালু হয়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন