Bitcoin কে বিনিময় মুদ্রা হিসেবে বৈধ ঘোষণা করতে চলেছে প্যারাগুয়ে

মধ্য আমেরিকার এল-সালভাদর (El Salvador) পৃথিবীর প্রথম দেশ, যারা সম্প্রতি বিটকয়েনকে (Bitcoin) সরকারিভাবে লেনদেনের মাধ্যম হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবার এল সালভাদরের পদাঙ্ক অনুসরণ করে দক্ষিণ…

মধ্য আমেরিকার এল-সালভাদর (El Salvador) পৃথিবীর প্রথম দেশ, যারা সম্প্রতি বিটকয়েনকে (Bitcoin) সরকারিভাবে লেনদেনের মাধ্যম হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবার এল সালভাদরের পদাঙ্ক অনুসরণ করে দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ে (Paraguay) বিটকয়েনকে বিনিময় মুদ্রা হিসেবে বৈধ ঘোষণার জন্য বিলের প্রস্তাব আনতে চলেছে।

বিটকয়েনের বড় সমর্থক হিসেবে পরিচিত প্যারাগুয়ের রাজনিতীবিদ তথা সাংসদ কার্লিটোস রেজালা (Carlios Rejala) জানিয়েছেন, বিটকয়েনকে অর্থ প্রদানের মাধ্যম হিসেবে ব্যবহারে সরকারি সম্মতির জন্য খসড়া বিল জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। এমনকি তার প্রতিশ্রুতি, জুলাইতেই বিলটি পাশ হয়ে আইনে পরিণত করা হবে।

কার্লিটোস রেজালার কথায়, বিটকয়েনকে সরকারি মুদ্রা হিসেবে স্বীকৃতি দিলে সেটি পরবর্তী প্রজন্মের জন্য দেশকে আর্থিক সমৃদ্ধির পথে চালিত করতে সাহায্য করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন