সুখবর, Realme 5 Pro, Narzo 30 Pro 5G ও Narzo 30A ফোনে এল অ্যান্ড্রয়েড ১১ আপডেট

Realme গতবছর সেপ্টেম্বরে Android 11 বেসড Realme UI 2.0 কাস্টম ওএস লঞ্চ করেছিল। এরপর কোম্পানির একাধিক ফোনে এর আপডেট পৌঁছেছে। এখন Realme 5 Pro, Realme…

Realme গতবছর সেপ্টেম্বরে Android 11 বেসড Realme UI 2.0 কাস্টম ওএস লঞ্চ করেছিল। এরপর কোম্পানির একাধিক ফোনে এর আপডেট পৌঁছেছে। এখন Realme 5 Pro, Realme Narzo 30 Pro 5G এবং Realme Narzo 30A ফোনের জন্য রিয়েলমি ইউআই ২.০ এর বিটা রেজিস্ট্রেশন শুরু হল, যাকে কোম্পানির ভাষায় আর্লি অ্যাক্সেস প্রোগ্রাম বলা হয়।

Realme 5 Pro, Narzo 30 Pro 5G এবং Narzo 30A ফোনের জন্য Realme UI 2.0 বিটা রেজিস্ট্রেশন শুরু

যদিও গত মার্চে রিয়েলমি যে তাদের নতুন কাস্টম ওএস এর রোল আউট রোডম্যাপ প্রকাশ করেছিল, সেখানে বছরের তৃতীয় কোয়ার্টারে রিয়েলমি নারজো ৩০ প্রো ৫জি ও নারজো ৩০এ ফোন দুটির রিয়েলমি ইউআই ২.০ আপডেট পাওয়ার কথা ছিল। তবে এখন এই দুটি ফোনের সাথে রিয়েলমি ৫ প্রো ফোনের এই আপডেট আসছে।

সেক্ষেত্রে যেসমস্ত ইউজার এই আর্লি অ্যাক্সেস প্রোগ্রামে অংশ নিতে চান তাদের ফোনে নিম্নলিখিত ফার্মওয়্যার ভার্সন থাকা আবশ্যক।

Realme 5 Pro – RMX1971EX_11_C.14
Realme narzo 30 Pro 5G – RMX2111PU_11.A.35 / RMX2111PU_11.A.37
Realme narzo 30A – RMX3171_11.A.17

আপনি যদি এলিজিবল হন তাহলে ফোনের Settings > Software Update > Gear Icon > Trial Version > Apply Now অপশনে গিয়ে পরবর্তী পদক্ষেপগুলি অনুসরণ করুন। এরপর আপনার ফোনে অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই ২.০ বিটা আপডেট পৌঁছে যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন