মেসেজ পড়লেও কেউ বুঝতে পারবে না, Messenger-WhatsApp-iMessage-এ বদলে দিন এই সেটিং

বর্তমানে ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্ল্যাটফর্মগুলির মধ্যে Facebook মালিকাধীন WhatsApp, Messenger এবং Apple -এর নিজেস্ব iMessage অ্যাপটি বহুল পরিমানে ব্যবহৃত হয়। এই প্রত্যেকটি অ্যাপকেই নানাবিধ কার্যকরী ফিচার…

বর্তমানে ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্ল্যাটফর্মগুলির মধ্যে Facebook মালিকাধীন WhatsApp, Messenger এবং Apple -এর নিজেস্ব iMessage অ্যাপটি বহুল পরিমানে ব্যবহৃত হয়। এই প্রত্যেকটি অ্যাপকেই নানাবিধ কার্যকরী ফিচার উপলব্ধ। যার মধ্যে ‘Read receipt’ ফিচারটি উক্ত তিনটি অ্যাপেই বর্তমান। এই ফিচারের সাহায্যে, প্রেরিত ম্যাসেজটিকে আপনি ‘সিন’ করেছেন কিনা সেই সম্পর্কে চ্যাটে থাকা বিপরীত ব্যক্তিটি জানতে পারে। ফলে ফিচারটির এই কার্যকারিতার জন্য অনেক সময় ইউজারদের প্রাইভেসি ব্যাঘাত ঘটে। সেক্ষেত্রে, আপনারাও যদি এরূপ সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে জানিয়ে দিই যে, এই রিড রিসিপ্ট ফিচারকে অফ বা ডিজেবল করে দেওয়া সম্ভব। এটি করলে, আপনি ম্যাসেজ ‘সিন’ করেছেন না করেননি সে সম্পর্কে বিপরীতে থাকা ব্যক্তিটি কিছু জানতে পারবেন না এবং আপনার প্রাইভেসিও বজায় থাকবে। তাই যেসকল ইউজাররা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ম্যাসেঞ্জার এবং আইম্যাসেজ -এ থাকা এই ‘রিড রিসিপ্ট’ ফিচারটিকে কীভাবে বন্ধ করতে হয় তা জানেন না, তাদেরকে আজ আমরা ফিচারটিকে ডিজেবল করার পদ্ধতি সম্পর্কে বলবো। তাহলে চলুন দেরি না করে এই পদ্ধতিগুলি জেনে নেওয়া যাক।

WhatsApp -এ ‘Read receipt’ ফিচারকে অফ বা ডিজেবল করার পদ্ধতি

১. প্রথমেই, হোয়াটসঅ্যাপ ওপেন করুন এবং স্ক্রিনের উপরি ভাগের ডানদিকে থাকা থ্রী-ডট বাটনটিতে ট্যাপ করুন।

২. এবার, একটি ড্রপ-ডাউন মেনু আসবে। সেখানে থাকা ‘Settings’ অপশনটিতে ট্যাপ করুন।

৩. এরপর, ‘Account’ অপশন সিলেক্ট করুন।

৪. এবার একটি নতুন উইন্ডো ওপেন হলে, তাতে ‘Privacy’ লেখা একটি অপশন পাবেন। সেটিতে ট্যাপ করুন।

৫. এখান থেকে ‘Read receipt’ অপশনটিকে পেয়ে যাবেন। এই অপশনটির ওপর ট্যাপ করে এটিকে ডিজেবল করে দিলেই হোয়াটসঅ্যাপে আর এই ফিচারটি কাজ করবে না।

Facebook Messenger -এ ‘Read receipt’ ফিচারকে অফ বা ডিজেবল করার পদ্ধতি

ফেসবুক মালিকাধীন ম্যাসেজিং অ্যাপ ‘ম্যাসেঞ্জার’ -এ রিড রিসিপ্ট ফিচারটিকে অফ বা ডিজেবল করার কোনো বিকল্প নেই। কিন্তু, আপনি ম্যাসেঞ্জারে থাকা ‘active status’ ফিচারটিকে অফ করে দিতে পারেন। এর ফলে, আপনি শেষ কখন অ্যাপটিতে অ্যাক্টিভ ছিলেন তা কেউ জানতে পারবে না। সেক্ষেত্রে ‘active status’ -কে অফ করতে নিচে দেওয়া ধাপগুলিকে অনুসরণ করতে হবে।

১. প্রথমেই, ফেসবুকের ম্যাসেঞ্জার অ্যাপটিকে ওপেন করুন।

২. এরপর, স্ক্রিনের উপরি ভাগের বাঁ-দিকে থাকা ‘Profile’ অপশনে ট্যাপ করুন।

৩. এবার একটু নিচের দিকে স্ক্রল করলেই আপনি ‘active status’ অপশনটিকে দেখতে পারবেন। এটিকে সিলেক্ট করুন।

৪. এখন ‘Show when you’re active’ লেখা অপশন আসবে। এটিকে ডিজেবল করে দিলেই আপনার ‘লাস্ট সিন’ সম্পর্কে কেউ জানতে পারবে না।

Apple iMessage -এ ‘Read receipt’ ফিচারকে অফ বা ডিসাবল করার পদ্ধতি

১. প্রথমেই, আপনার আইফোন থেকে ‘আইম্যাসেজ’ অ্যাপটিকে ওপেন করুন।

২. এরপর, ‘Settings’ অপশনে চলে যান।

৩. এবার, ‘message’ বিকল্পে ট্যাপ করুন এবং ‘Send Read Receipt’ অপশনটিকে ডিজেবল করে দিন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন