Kodak এর সাথে হাত মিলিয়ে Realme GT Master Edition 5G ফোনের ক্যামেরা ডেভেলপ করতে পারে রিয়েলমি

এই বছরের শুরুতেই Realme ডুয়াল ফ্ল্যাগশিপ স্ট্র্যাটেজি নিয়ে এগোবে বলে জানা গিয়েছিল, যেখানে সংস্থাটি দুধরণের ফোন (পারফরম্যান্স এবং ক্যামেরা) বাজারে আনবে। এই পরিকল্পনার অংশ হিসেবে…

এই বছরের শুরুতেই Realme ডুয়াল ফ্ল্যাগশিপ স্ট্র্যাটেজি নিয়ে এগোবে বলে জানা গিয়েছিল, যেখানে সংস্থাটি দুধরণের ফোন (পারফরম্যান্স এবং ক্যামেরা) বাজারে আনবে। এই পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যে সংস্থাটি, চীন সহ গ্লোবাল মার্কেটে পারফরম্যান্স ফ্ল্যাগশিপ Realme GT 5G চালু করেছে, যাতে স্ন‌্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত AMOLED ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ইত্যাদি আকর্ষণীয় ফিচার রয়েছে। তবে পূর্ব ঘোষণা মতই, এবার রিয়েলমি নতুন ক্যামেরা ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে মনে হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, এই নতুন ফোনটি Realme GT Master Edition 5G (রিয়েলমি জিটি মাস্টার এডিশন ৫জি) নামে আসবে। এই মুহূর্তে ডিভাইসটির আনুষ্ঠানিক প্রবর্তনের দিনক্ষণ ঘোষিত হয়নি। তবে অন্যান্য ফোন বা ডিভাইসের মতই এই নতুন রিয়েলমি জিটি ফোনের মূল ফিচার অনলাইনে ফাঁস হয়েছে। কী জানা গিয়েছে রিয়েলমি জিটি মাস্টার এডিশন ৫জি সম্পর্কে? আসুন জেনে নিই।

Realme GT Master Edition 5G ফোনের জন্য Kodak এর সাথে পার্টনারশিপ?

সম্প্রতি টিপস্টার, ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, আসন্ন জিটি মাস্টার এডিশন ৫জি ফোনটির জন্য রিয়েলমি একটি ক্যামেরা সংস্থার সাথে পার্টনারশিপ করবে। এই সংস্থাটি আর অন্য কেউ নয়, কিংবদন্তি ক্যামেরা কোম্পানি Kodak (কোডাক)।

হালফিল সময়ে স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলি বিভিন্ন ক্যামেরা/ইমেজিং/অপটিক্স কোম্পানির সাথে কাজ করছে। ফলে আমরা বর্তমানে OnePlus-Hasselblad, Vivo-Zeiss কিংবা Huawei-Leica জুটি দেখতে পেয়েছি।

এছাড়া দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংস্থা Samsung-ও তার পরবর্তী Galaxy S22 সিরিজের জন্য Olympus ব্র্যান্ডের সাথে চুক্তি করেছে বলে শোনা গিয়েছে। তাই রিয়েলমি বা কোডাক এই জাতীয় অংশীদারিত্বের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না করলেও, এই জল্পনা সত্যি হতে পারে বলে আশা করা যায়।

Realme GT Master Edition 5G এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিয়েলমি জিটি মাস্টার এডিশন ৫জি ফোনকে সম্প্রতি TENAA সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। এই ডিভাইসটির পেছনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সরযুক্ত ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকতে পারে।

আবার এই ফ্ল্যাগশিপ ফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি AMOLED ডিসপ্লে পরিলক্ষিত হতে পারে। এছাড়া অন্যান্য ফিচারের ক্ষেত্রে, এতে স্ন্যাপড্রাগন ৮৭০ এসওসি, ১২ জিবি পর্যন্ত র‌্যাম, ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি থাকার সম্ভাবনা রয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন