Samsung Galaxy A52s 5G ভারতে আসছে, পেল BIS সার্টিফিকেশন

কোয়ালকম (Qualcomm) গত বছরের শেষে লঞ্চ করেছিল ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৮৮ (Snapdragon 888)। এর মধ্যে Galaxy A52, Galaxy A72 ফোন দুটি ভারতে আসে। তবে এখন…

কোয়ালকম (Qualcomm) গত বছরের শেষে লঞ্চ করেছিল ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৮৮ (Snapdragon 888)। এর মধ্যে Galaxy A52, Galaxy A72 ফোন দুটি ভারতে আসে। তবে এখন দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি Galaxy A52 সিরিজের 5G ফোন ভারতে লঞ্চ করতে চলেছে। সম্প্রতি Samsung Galaxy A52s নামে একটি ফোন ভারতের BIS সার্টিফিকেশন লাভ করেছে। এখানে ফোনটিকে SM-A528B/DS মডেল নম্বর সহ দেখা গেছে।

Samsung Galaxy A52s 5G ফোন পেল BIS সার্টিফিকেশন

Samsung-SM-A528B-BIS-India

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন সাইটে স্যামসাং গ্যালাক্সি এ৫২এস কে SM-A528B/DS মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত করা হয়। যদিও এখান থেকে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। তবে সার্টিফিকেশন পাওয়ায় অর্থ স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে।

আমাদের অনুমান Samsung Galaxy A52s 5G ফোনটি Galaxy A52 5G এর আপগ্রেড ভার্সন হবে। এতে 5G চিপসেট ছাড়াও উন্নত ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি পাওয়া যেতে পারে। সাধারণত Samsung কে S ভার্সনে আমরা পাওয়ারফুল ব্যাটারি দিতে দেখি।

Samsung Galaxy A52 5G এর স্পেসিফিকেশন

চলতি বছরে লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এ৫২ ৫জি ফোনে আছে স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস sAMOLED ডিসপ্লে, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আবার ফোনটি চলে অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউআই ৩.১ কাস্টস ওএসে চলে।

Samsung Galaxy A52 5G ফোনের পিছনে দেখা যাবে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৮ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ৬৪ মেগাপিক্সেল। এছাড়াও বাকি তিনটি ক্যামেরা হল এফ/২.২ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য আছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। যার সাথে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন