Poco F3 GT 5G আগস্টে ভারতে লঞ্চ হচ্ছে, ইঙ্গিত মিললো টিজারে

পোকো ফ্যানদের মনে এখন একটাই প্রশ্ন, Poco F3 GT কবে ভারতে লঞ্চ হবে? অতি সত্বর লঞ্চ করার দাবি জানিয়ে পোকোর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের কাছে দ্বারস্থ…

পোকো ফ্যানদের মনে এখন একটাই প্রশ্ন, Poco F3 GT কবে ভারতে লঞ্চ হবে? অতি সত্বর লঞ্চ করার দাবি জানিয়ে পোকোর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের কাছে দ্বারস্থ হচ্ছেন পোকোপ্রেমীরা। অধীর আগ্রহে অপেক্ষা করছি। তাড়াতাড়ি লঞ্চ করুন — এমনই সব আবদারে জেরবার পোকো। সরাসরি না জানালেও শেষমেষ একটি ছোট্ট আভাস দিয়েই ফেলল পোকো কর্তৃপক্ষ।

টিজার আপলোড করে তাদের ইঙ্গিত, চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে Poco F3 GT ভারতে পা রাখবে। ঘটনাচক্রে, পোকো ইন্ডিয়ার কান্ট্রি ডিরেক্টর অনুজ শর্মা গত মে মাসেও একই কথা বলেছিলেন।

Poco F3 GT 5G আগস্টে লঞ্চ হবে?

৯১মোবাইলস তাদের প্রতিবেদনে দাবি করেছে, পোকো এফ৩ জিটি ফোনটি আগস্টের শুরুতে ভারতে আসবে। যদিও তারা সঠিক লঞ্চের তারিখ বলতে পারেনি। তবে পোকো কর্তৃপক্ষ অফিসিয়াল লঞ্চের দিনক্ষণ খুব শীঘ্রই ঘোষণা করবে বলে আশা করা যায়।

Poco F3 GT কি Redmi K40 Game Enhanced Edition এর রিব্র্যান্ডেড ভার্সন?

পোকো এফ৩ জিটি ফোনটি চীনে লঞ্চ হওয়া রেডমি কে৪০ গেম এনহ্যান্সড এডিশন এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে ভারতে আসছে। রেডমি কে৪০ গেম এনহ্যান্সড এডিশন চীনে M2104K10C মডেল নম্বর সহ লঞ্চ হয়েছে, যেখানে ভারতে এর মডেল নম্বর হবে M2104K10I (I = India)। আর এই মডেল নম্বরের সাথেই ফোনটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর শংসাপত্র পেয়েছে। ফলে টিপস্টারেরা রিব্র্যান্ডিংয়ের তত্ত্ব খাড়া করেছে।

Poco F3 GT স্পেসিফিকেশন (আনঅফিসিয়াল)

পোকো এফ৩ জিটি ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে-সহ আসবে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আবার ডিসপ্লে সুরক্ষিত রাখতে গরিলা গ্লাস ৫ থাকতে পারে। ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর ব্যবহার হবে। এটি ১২ জিবি পর্যন্ত LPDDR4x র‌্যাম ও ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ অপশনে পাওয়া যেতে পারে।

পোকো এফ৩ জিটি ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা যেতে পারে। এই ক্যামেরাগুলি হতে পারে ৬৪+৮+২ মেগাপিক্সেল। সেলফি ও ভিডিও কলের জন্য এতে থাকতে পারে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার ফোনটি ৫,০৬৫ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে, যার সাথে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন