মুহূর্তে ফুল চার্জ হবে ফোন, Xiaomi ভারতে লঞ্চ করছে 67W ফাস্ট চার্জার

দ্রুত চার্জ করার প্রযুক্তিতে চীনা স্মার্টফোন ব্র্যান্ড শাওমি (Xiaomi) বরাবরই বিশেষ দক্ষতার পরিচয় দিয়ে এসেছে। কিছুদিন আগেও ভারতে প্রথম সেল শুরু হওয়া Xiaomi Mi 11…

দ্রুত চার্জ করার প্রযুক্তিতে চীনা স্মার্টফোন ব্র্যান্ড শাওমি (Xiaomi) বরাবরই বিশেষ দক্ষতার পরিচয় দিয়ে এসেছে। কিছুদিন আগেও ভারতে প্রথম সেল শুরু হওয়া Xiaomi Mi 11 Ultra-র ক্ষেত্রেও আমরা ইন্ডাস্ট্রি লিডিং চার্জিং প্রযুক্তি দেখেছি। তবে ৬৭ ওয়াটের চার্জিং সিস্টেমে চার্জ হওয়ার ক্ষমতা থাকলেও শাওমি ডিভাইসটি ৫৫ ওয়াট ফাস্ট চার্জারের সাথে শিপিং করছে। কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছিল যত তাড়াতাড়ি সম্ভব তারা ৬৭ ওয়াট ফাস্ট চার্জার ভারতে আনবে, আর সেই কথা রাখল শাওমি। প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১২ জুলাই তারা ভারতে ৬৭ ওয়াট চার্জার লঞ্চ করবে বলে ঘোষণা করেছে।

Xiaomi 67W ফাস্ট চার্জার

শাওমির ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং এডাপ্টার সার্জ প্রোটেকশন এবং কোয়ালকম কুইক চার্জ ৩.০ চার্জিং স্ট্যান্ডার্ড-সহ আসছে। শাওমির দাবি, এটি ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের (এমএএইচ) স্মার্টফোন ৩০ মিনিটে সম্পূর্ণ চার্জ করে দেয়৷ ফলে শাওমি এমআই ১১ আল্ট্রা ব্যবহারকারীরা এই চার্জার কিনে আধ ঘন্টাতেই ব্যাটারি ফুল চার্জ করতে পারবেন। যেখানে ৫৫ ওয়াট চার্জারে পূর্ণ চার্জ করতে সময় লাগতো ১ ঘন্টার কাছাকাছি।

Xiaomi 67w fast charging launch in India

Xiaomi 67W ফাস্ট চার্জার দাম ও লভ্যতা

৬৭ ওয়াট ফাস্ট চার্জারের দাম বা লভ্যতার বিষয়ে শাওমি এখনও কিছু বলেনি৷ ১২ জুলাই শাওমির ইভেন্ট পেজ থেকে সেল ডিটেইলসের ব্যাপারে জানানো হবে বলে আশা করা যায়।

Xiaomi 67W ফাস্ট চার্জার Redmi, Poco সহ অন্যান্য ডিভাইসও চার্জ করবে

শুধুমাত্র শাওমি এমআই ১১ আল্ট্রা নয়, ইউএসবি পিডি চার্জিং সাপোর্ট করে এমন রেডমি, পোকো এবং অন্যান্য ডিভাইস ৬৭ ওয়াট ফাস্ট চার্জারে চার্জ হতে পারবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন