ফোনের ব্যাটারি লাইফ বাড়াতে চান? এক্ষুনি করুন এই সেটিংস

সময়ের সাথে সাথে স্মার্টফোনের প্রযুক্তি আরো অ্যাডভান্স হচ্ছে। আকর্ষণীয় ফিচার দেওয়ার পাশাপাশি স্মার্টফোন নির্মাতারা এখন ডিভাইসের ব্যাটারি ক্যাপাসিটি এবং ফাস্ট চার্জিং টেকনোলজি নিয়ে বিশেষ পরীক্ষা-নিরীক্ষা…

সময়ের সাথে সাথে স্মার্টফোনের প্রযুক্তি আরো অ্যাডভান্স হচ্ছে। আকর্ষণীয় ফিচার দেওয়ার পাশাপাশি স্মার্টফোন নির্মাতারা এখন ডিভাইসের ব্যাটারি ক্যাপাসিটি এবং ফাস্ট চার্জিং টেকনোলজি নিয়ে বিশেষ পরীক্ষা-নিরীক্ষা করছে। ফলে, ইদানিং কালের প্রায়ই স্মার্টফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ বা ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যায়। কিন্তু তা সত্ত্বেও, আমাদের স্মার্টফোনের ব্যাটারি স্বল্প সময়ের মধ্যে নিঃশেষ হয়ে যায়। কারণ, আমরা মোবাইলে এমন কয়েকটি সেটিংসকে সক্রিয় করে রাখি বা কিছু অপ্রয়োজনীয় কাজ করি, যার জন্য এই ব্যাটারি সংক্রান্ত সমস্যাটি দেখা দেয়। তাই, আজ আমরা এমন কয়েকটি কৌশল আপনাদের জানাবো, যেগুলি অনুসরণ করলে আপনারা নিজেদের অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাটারিকে ড্রেন হওয়ার থেকে কিছুটা হলেও বাঁচাতে পারবেন। তাহলে চলুন এই কৌশলগুলি জেনে নেওয়া যাক।

মোবাইলের চার্জ বাঁচাতে এই সেটিংস গুলিকে চয়ন করুন

আমাদের মোবাইলে এমন কয়েকটি অপশন থাকে , যেগুলিকে চয়ন করার মাধ্যমে হ্যান্ডসেটের ব্যাটারি ব্যবহার কমাতে যায়। ফলে ডিভাইসটির চার্জও দীর্ঘক্ষণ বজায় থাকবে। তাই নিম্নলিখিত সেটিংস গুলি অনুসরণ করুন।

১. আপনার ডিভাইসের সেটিংসে থাকা ‘screen timeout / screen timer’ অপশনটির সময়সীমা কমিয়ে দিন।

২. স্ক্রিন ব্রাইটনেস যত হবে ততই ব্যাটারি ড্রেন হতে থাকবে। তাই ব্রাইটনেসকে ম্যানুয়ালি কমিয়ে দিন অথবা স্বয়ংক্রিয়ভাবে যাতে ব্রাইটনেস পরিবর্তিত হয়ে যায় এমন ভাবে সেটিকে সেট করুন।

৩. কীবোর্ড সেটিংসে গিয়ে সেটির ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা ভাইব্রেশন অপশনটিকে অফ করে দিন।

৪. যেঅ্যাপগুলি অধিক ব্যাটারি ব্যবহার করে সেগুলিকে বন্ধ বা আনইনস্টল করে দিন।

৫. অ্যাডপটিভ ব্যাটারি বা ব্যাটারি অপ্টিমাইজেশন অপশনটিকে অন করে দিন।

৬. অব্যবহৃত অ্যাকাউন্টগুলিকে ডিলিট করে দিন।

ব্যাটারির যত্ন নিতে এই পদ্ধতিগুলির অনুসরণ করুন

১. আপনার স্মার্টফোনের রিটেল বক্সের সাথে দেওয়া পাওয়ার অ্যাডাপ্টারকেই সর্বদা ব্যবহার করুন।

২. মোবাইল ব্যাটারি যাতে ওভার-হিট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখুন।

৩. ব্যাটারিকে অত্যাধিক কম বা বেশি চার্জ করবেন না। যতটা দরকার ঠিক ততটাই চার্জ করুন। আবার, বারবার ব্যাটারি তথা ডিভাইসটিকে চার্জ করলেও কিন্তু ব্যাটারিতে প্রভাব পরে।

মোবাইলের ব্যাটারি লাইফকে দীর্ঘস্থায়ী করার উপায়

১. ব্যাটারি সেভার এবং লো পাওয়ার মোড অন রাখুন।

২. এমন কাজগুলি করা থেকে বিরত থাকুন, যেগুলি দীর্ঘক্ষণ স্ক্রিনকে চালু রাখে।

৩. মোবাইলে সর্বক্ষণ ইন্টারনেট কানেকশন অ্যাক্টিভ করে রাখবেন না। যখন ইন্টারনেট ব্যবহার করবেন না তখন মোবাইল ডেটা অফ করে রাখুন।

৪. বারংবার নোটিফিকেশন প্রেরণ করে এমন অ্যাপগুলিকে উপেক্ষা করুন।

৫. কানেক্টিভিটি এবং লোকেশন অপশনগুলির ব্যবহার সীমিত করুন।

মোবাইল ব্যাটারি সংক্রান্ত সমস্যা সমাধান করুন এই ভাবে

১. আপনার স্মার্টফোনকে রিস্টার্ট বা রিবুট করুন।

২. অ্যান্ড্রয়েড আপডেট উপলব্ধ আছে কিনা সেদিকে খেয়াল রাখুন।

৩. মোবাইলে থাকা অ্যাপগুলিকে আপডেট করতে হবে কিনা তা চেক করুন।

৪. দরকারে ফ্যাক্টরি সেটিংসকে রিসেট করুন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন