Ola Scooter Booking: মাত্র ৪৯৯ টাকায় বুকিং শুরু ওলা ইলেকট্রিক স্কুটারের

ভারতের বৈদ্যুতিক যানবাহনের দুনিয়ায আজ এক নতুন বিপ্লবের সূচনা হল৷ আর সেই বিপ্লবে যোগদানের ডাক দিয়ে ওলা (Ola)-র প্রতিষ্ঠাতা ভাবিশ আগরওয়াল (Bhavish Agarwal) টুইটে মারফত…

ভারতের বৈদ্যুতিক যানবাহনের দুনিয়ায আজ এক নতুন বিপ্লবের সূচনা হল৷ আর সেই বিপ্লবে যোগদানের ডাক দিয়ে ওলা (Ola)-র প্রতিষ্ঠাতা ভাবিশ আগরওয়াল (Bhavish Agarwal) টুইটে মারফত জানালেন, ওলা ইলেকট্রিক স্কুটার (Ola Electric Scooter)-এর বুকিং এখন ওপেন করা হয়েছে৷ ওলা ইলেকট্রিক (Ola Electric)-এর ওয়েবসাইটে মাত্র ৪৯৯ টাকা জমা দিয়ে রিজার্ভেশন করা যাবে৷ অতঃপর অফিসিয়াল লঞ্চের কাউন্টডাউন শুরু৷

Ola Electric Scooter এর অফিসিয়াল নাম

ওলার ইলেকট্রিক স্কুটার কী নামে আসবে, তা এখনও ঘোষণা হয়নি৷ তবে সিরিজ এস (Series S), এস১ (S1) ও এস১ প্রো (S1 Pro) নামে ওলা ট্রেডমার্ক নিবন্ধন করেছে বলে জানা গেছে৷ ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন ফাঁস হয়ে খবরটি সামনে এসেছে৷ নামগুলি কেবলমাত্র বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য। ফলে জল্পনা চলছে, ওলা ইলেকট্রিক স্কুটারের নাম সিরিজ ওয়ান হতে পারে৷ এবং এটি এস১ এবং এস১ প্রো ভ্যারিয়েন্টে আসতে পারে। যদিও এটা অনুমানের উপর ভিত্তি করে বলা এবং অফিসিয়াল নাম জানার জন্য আর কয়েকদিনের অপেক্ষা৷

Ola Electric Scooter ফিচার, স্পিড, পারফরম্যান্স, এবং রেঞ্জ

ওলার কর্ণধার ভাবিশ আগরওয়াল ইলেকট্রিক স্কুটারের তিনটি বিশেষ ফিচার টিজ করেছিলেন৷ যেগুলি হল – এই সেগমেন্টে সবচেয়ে বড় বুট স্টোরেজ, অ্যাপ ভিত্তিক কী-লেস অ্যাক্সেস,এবং ক্যাটেগরি লিডিং ড্রাইভিং রেঞ্জ৷

রিপোর্ট অনুযায়ী ওলা ইলেকট্রিক স্কুটারে ৫০ লিটার বুট স্পেস এবং ১৫০ কিমি ড্রাইভিং রেঞ্জ দেবে৷ ফলে এই সেগমেন্টে অন্যান্য ব্যাটারি চালিত স্কুটারকে পিছনে ফেলে দেবে ওলার ই-স্কুটার৷ দন্ডায়মান অবস্থা থেকে ৪৫ কিমি/ঘন্টা গতি তুলতে এটি ৩.৯ সেকেন্ড সময় নেবে৷ সর্বোচ্চ গতিসীমা হবে ৮০ কিমি/ঘন্টা৷ এছাড়া ওলা স্কুটারে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ক্লাউড কানেক্টিভিটি-সহ নানা কাটিং এজ ফিচার থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন