জল লাগলেও নষ্ট হবে না, Nokia XR20 বিশেষ রেটিং সহ ২৭ জুলাই লঞ্চ হচ্ছে

একদা নোকিয়া (Nokia)-র ফোনের ডিউরাবিলিটি নিয়ে নিন্দুকেরাও প্রশ্ন তোলার সাহস পেতেন না৷ থরের হাতুরির মধ্যে নাকি রাখা আছে নোকিয়ার ফোন৷ আর তার প্রভাবেই থরের হাতুরি…

একদা নোকিয়া (Nokia)-র ফোনের ডিউরাবিলিটি নিয়ে নিন্দুকেরাও প্রশ্ন তোলার সাহস পেতেন না৷ থরের হাতুরির মধ্যে নাকি রাখা আছে নোকিয়ার ফোন৷ আর তার প্রভাবেই থরের হাতুরি মহাশক্তিশালী এবং অজেয়৷ এমন অজস্র মিমে ভর্তি নেটমাধ্যম৷! সুতরাং, নোকিয়া পুরনো ফোন কতটা টেকসই ছিল তা নতুন করে আলোচনার প্রয়োজন নেই৷ আলোচনা যে বিষয়ের উপর করা দরকার সেটি হল আসন্ন নোকিয়ার নতুন রাগড (Rugged) স্মার্টফোন নিয়ে৷ যেটি এএইচএমডি গ্লোবাল (HMD Global) ২৭ জুলাই ঘোষণা করবে৷ এই মিড-রেঞ্জ ডিভাইসের নাম Nokia XR20 বলে জল্পনা শোনা যাচ্ছে৷

Love Nokia-র রিপোর্ট অনুযায়ী, নোকিয়া তাদের কমিউনিটি ফোরামের হোমপেজে নোকিয়া এক্সআর ২০-এর ব্যানার ইমেজ প্রকাশ করেছিল৷ যদিও পরে সেটা তারা সরিয়ে নেয়৷ কিন্তু ততক্ষণে নোকিয়াপ্রেমীদের কেউ কেউ সেই ফটোর স্ক্রিনশট নিয়েছেন বা কেউ তা ডাউনলোড করে ফেলেছেন৷ রাগড ফ্রেমের সেই ফোন নিয়ে এখন চর্চা চলছে৷

Nokia XR20 ডিজাইন

ছবিতে নোকিয়া এক্সআর ২০ উপুড় করে শোয়ানো৷ টেক্সচারড ব্যাক প্যানেলে ওয়াটার ড্রপলেট দেখা যায়, যা এতে IP68 রেটিং থাকার দিকে ইঙ্গিত করছে৷ বিদ্যমান নোকিয়া এক্স২০ স্মার্টফোনের নতুন ভ্যারিয়েন্ট হিসেবে এটি আসতে পারে৷

এছাড়া নোকিয়া এক্সআর ২০ ফোনে ডুয়েল ক্যামেরা সেটআপের জন্য ক্যামেরা মডিউল বর্গাকার হবে। এরকম আকৃতির ক্যামেরা মডিউল নোকিয়া ফোনে এই প্রথমবার৷ একজোড়া এলইডি ফ্ল্যাশ-সহ সেখানে জেইস ব্র্যান্ডিং লক্ষ্য করা যায়৷ ফোনটির নীচের দিকে ৩.৫ মিমি অডিও জ্যাক, একটি ইউএসবি-সি পোর্ট, এবং স্পিকার গ্রিল রয়েছে৷

Nokia XR20 স্পেসিফিকেশন

নোকিয়া এক্সআর ২০ রাগড ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হবে, যা ২০:৯:৫ এসপেক্ট রেশিও অফার করবে৷ স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর ফোনে ব্যবহার করা হবে৷ ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ কনফিগারশনে নোকিয়া এক্সআর ২০ আসতে পারে৷ মাইক্রোএসডি কার্ড দিয়ে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে৷

নোকিয়া এক্সআর ২০-তে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং পিছনে ৪৮ মেগাপিক্সেল + ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল থাকতে পারে৷ পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৬৩০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন