বৈদ্যুতিক বাইক ও স্কুটারের উপর অতিরিক্ত ভর্তুকি, পড়ুয়াদের জন্য লোভনীয় অফার Joy e-bike এর

তেলের চড়া দামের জন্য অনেকেই গাড়ি কেনার সময়ে বৈদ্যুতিক গাড়ি কেনার কথা ভাবছেন। আবার বৈদ্যুতিক গাড়িতে উত্তোরণের পথ সহজ করতে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি কিছু রাজ্য…

তেলের চড়া দামের জন্য অনেকেই গাড়ি কেনার সময়ে বৈদ্যুতিক গাড়ি কেনার কথা ভাবছেন। আবার বৈদ্যুতিক গাড়িতে উত্তোরণের পথ সহজ করতে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি কিছু রাজ্য বৈদ্যুতিক গাড়ি নীতি প্রণয়ন করছে। সাম্প্রতিক সময়ে গুজরাত সরকারের ‘গুজরাত ইলেকট্রিক ভেহিকেল পলিসি ২০২১’ আলোচনার কেন্দ্রে।

গত মাসে পৃথক বৈদ্যুতিক গাড়ি নীতি ঘোষণা করার পরই সেখানে ব্যাটারি চালিত যানের দাম হুহু করে নামছে। বাড়তি ভর্তুকি পাওয়ার ফলে বৈদ্যুতিন গাড়িতে আগ্রহ দেখাচ্ছেন অনেকেই। শুধু তাই নয়, গুজরাত এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সির ২০২১-২২ সাবসিডি প্রোগ্রামের অধীনে ইলেকট্রিক টু-হুইলার কেনার ক্ষেত্রে স্কুল বা কলেজ পড়ুয়ারা অতিরিক্ত ভর্তুকির সুবিধা নিতে পারছেন। গুজরাতের স্টার্টআপ সংস্থা জয় ই-বাইক (Joy e-Bike) সেই প্রকল্পে অনুমোদন পাওয়ার কথা ঘোষণা করেছে।

জয় ই-বাইক জানিয়েছে, তাদের চারটি মডেলের ব্যাটারি চালিত দু’চাকার গাড়ির এক্স-শোরুমের দামের উপর ১২,০০০ টাকা ভর্তুকি পাওয়া যাবে। তবে শর্ত একটাই, কেবলমাত্র নবম-দ্বাদশ শ্রেনীতে পাঠরত এবং কলেজ পড়ুয়ারা ভর্তুকির সুবিধা নিতে পারবে। স্ট্যান্ডার্ড দামেই প্রথমে গাড়িগুলি কিনতে হবে৷ তারপর সরকারের পক্ষ থেকে সরাসরি ক্রেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পৌঁছে দেওয়া হবে।

ভর্তুকিযুক্ত মডেলগুলির দাম নীচে দেওয়া হল

জেন নেক্সট (Gen Next) – ৫৯,৫০০ টাকা (ই-স্কুটার)।

উলফ (Wolf) – ৬৩,০০০ টাকা (ই-স্কুটার)।

গ্লোব (Glob) – ৬০, ৫০০ টাকা (ই-স্কুটার)।

মনস্টার (Monster) – ৯৪,০০০ টাকা (ই-বাইক)।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন