Poco X3 GT কি ভারতে লঞ্চ হবে? কোম্পানি যা জানালো

গতকাল ভিয়েতনাম ও মালয়েশিয়ায় লঞ্চ হয়েছে Poco X3 GT। এই ফোনটি গতবছর বাজারে আসা Poco X3 এর আপগ্রেড ভার্সন। নতুন এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি…

গতকাল ভিয়েতনাম ও মালয়েশিয়ায় লঞ্চ হয়েছে Poco X3 GT। এই ফোনটি গতবছর বাজারে আসা Poco X3 এর আপগ্রেড ভার্সন। নতুন এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১১০০ প্রসেসর। আবার Poco X3 GT ফোনটির দাম রাখা হয়েছে ২৫,০০০ টাকার কম।অনেক ভারতীয় পোকো ফ্যান ফোনটি দ্রুত এদেশে লঞ্চ হবে বলে মনে করছিলেন। তবে সে আশায় জল ঢেলে দিয়েছেন, পোকো ইন্ডিয়ার কান্ট্রি ডিরেক্টর, অনুজ শর্মা (Anuj Sharma)।

Poco X3 GT দ্রুত ভারতে লঞ্চ হচ্ছে না

কান্ট্রি ডিরেক্টর একটি টুইটে নিশ্চিত করেছেন, ভারতে শীঘ্রই পোকো এক্স৩ জিটি লঞ্চ করার তাদের কোনো পরিকল্পনা নেই। অনুজ শর্মা টুইটে লিখেছেন, ‘ আমরা আপনার কোনটি প্রয়োজন আছে এবং কোনটির নেই তার উপর লক্ষ্য রাখি। আমরা বিশ্বাস করি Poco X3 Pro ও Poco F3 GT (ভারতে উপলব্ধ) দুটি সেগমেন্টে সেরা ফিচার অফার করে। সুতরাং আমরা ভবিষ্যতের জন্য বড় পরিকল্পনা করছি এবং তার মধ্যে Poco X3 GT ঠাঁই পায়নি। এই মুহূর্তে একটা টিম হিসাবে, আমরা আমাদের উপভোক্তাদের প্রোডাক্ট নির্বাচন করার সময় বিভ্রান্ত করতে চাইনা।

Poco X3 GT এর দাম

মালয়েশিয়ায় পোকো এক্স৩ জিটি ফোনের দাম শুরু হয়েছে ১,২৯৯ মালয়েশিয়ান রিংগিত থেকে, যা প্রায় ২২,৯০০ টাকার সমান।

Poco X3 GT এর স্পেসিফিকেশন ও ফিচার

পোকো এক্স৩ জিটি ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১১০০ প্রসেসর। ফোনটি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ সহ এসেছে।

ফটোগ্রাফির জন্য পোকো এক্স৩ জিটি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যার সাথে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন