iQOO 8 হবে চলতি বছরের সেরার সেরা ফোন, আসছে 120hz রিফ্রেশ রেটের 2K E5 AMOLED ডিসপ্লে সহ

Vivo-র সাব ব্র্যান্ড iQOO তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোনের লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানিটি আগামী ২ আগস্ট চীনে iQOO 8 এর ওপর থেকে পর্দা সরাবে। লঞ্চের আগে…

Vivo-র সাব ব্র্যান্ড iQOO তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোনের লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানিটি আগামী ২ আগস্ট চীনে iQOO 8 এর ওপর থেকে পর্দা সরাবে। লঞ্চের আগে কোম্পানির তরফে এই ফোনের ফিচার টিজ করা হচ্ছে। জানা গেছে এই ফোনে সদ্য লঞ্চ হওয়া Qualcomm Snapdragon 888+ (কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস) প্রসেসর ব্যবহার করা হবে। এছাড়া টিপস্টার, অভিষেক যাদব iQOO 8 ফোনের ডিসপ্লে স্পেকস ফাঁস করেছেন।

iQOO 8 আসছে 2K E5 AMOLED ডিসপ্লে সহ

২ আগস্ট লঞ্চের আগে টিপস্টার দাবি করেছেন, আইকো ৮ ফোনে 2K E5 ডিসপ্লে থাকবে। এটা AMOLED ১০ বিট স্ক্রিন হবে। এই ডিসপ্লেতে থাকবে LTPO ( লো টেম্পারেচার পলিক্রিস্টালাইন অক্সাইড) প্রযুক্তি। আবার এই ডিসপ্লে ১ হার্টজ থেকে ১২০ হার্টজ ভেরিয়েবল রিফ্রেশ রেট অফার করবে।

iQOO 8 সম্পর্কে এর আগে কী জানা গিয়েছিল

ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী, আইকো ৮ ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে দেখা যেতে পারে। আবার এতে থাকতে পারে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৫ মিনিটে ফোনকে ফুল চার্জ করে দেবে‌। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে। আবার ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে। এই ফোনে ভার্চুয়াল র‌্যাম ফিচার সাপোর্ট করবে।

তবে iQOO 8 এর মুখ্য আকর্ষণ হাবে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসরের ব্যবহার। এই প্রসেসর হল কোয়ালকমের এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রসেসর। এটি আরও বেশি সিপিইউ পারফরম্যান্স সরবরাহ করবে। স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের ARM Cortex-X1 CPU যেখানে ২.৮৪ গিগাহার্টজ ক্লক ফ্রিকোয়েন্সি অফার করতো, প্লাস ভার্সনে Kryo 680 CPU তা বাড়িয়ে ২.৯৯৫ গিগাহার্টজ করেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন