ব্যাপক সস্তায় Infinix X1 40-inch অ্যান্ড্রয়েড স্মার্টটিভি লঞ্চ হল, রয়েছে ডলবি অডিও সাপোর্ট

হংকং ভিত্তিক সংস্থা Infinix (ইনফিনিক্স) ভারতের বাজারে আরো একটি নতুন স্মার্টটিভি লঞ্চ করলো। বেশ কয়েক মাস আগে Infinix X1 (ইনফিনিক্স এক্স১) সিরিজের অধীনে, সংস্থাটি ৩২…

হংকং ভিত্তিক সংস্থা Infinix (ইনফিনিক্স) ভারতের বাজারে আরো একটি নতুন স্মার্টটিভি লঞ্চ করলো। বেশ কয়েক মাস আগে Infinix X1 (ইনফিনিক্স এক্স১) সিরিজের অধীনে, সংস্থাটি ৩২ ইঞ্চি এবং ৪৩ ইঞ্চি সাইজের অ্যান্ড্রয়েড স্মার্টটিভি প্রবর্তন করেছিল। সেক্ষেত্রে
এবার নতুন ৪০ ইঞ্চি (40-inch) স্ক্রিন সাইজের টিভি এনে, এই সিরিজটিকে আরো প্রসারিত করেছে ইনফিনিক্স। এই নতুন ইনফিনিক্স এক্স ৪০ ইঞ্চি টিভিতে ট্রু বেজেল-লেস ডিজাইন, হাই স্ক্রিন-টু-বডি রেশিও এবং ডলবি অডিও সাপোর্ট দেওয়া রয়েছে। আবার ইনফিনিক্স এক্স ৪০ ইঞ্চি টিভির দাম রাখা হয়েছে ২০,০০০ টাকার কম।

Infinix X1 40-inch স্মার্টটিভির স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স এক্স১ স্মার্টটিভিতে HLG সাপোর্ট সহ ৪০ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে রয়েছে, যার পিক ব্রাইটনেস ৩৫০ নিটস। সাথে আছে HDR10 সাপোর্ট। টিভিটির তিন পাশে স্লিম বেজেল এবং নীচে কোম্পানির ব্র্যান্ডিং সহ সামান্য পুরু বেজেল দেখা যাবে। পিকচার কোয়ালিটি উন্নত করার জন্য এই টিভিতে ব্যবহার করা হয়েছে EPIC 2.0 ইঞ্জিন। আবার ইনফিনিক্স এক্স১ ৪০ ইঞ্চি টিভিটি কোয়াড কোর মিডিয়াটেক এমটিকে৬৬৮৩ ৬৪ বিট প্রসেসর ও মালি ৪৭০ জিপিইউ সহ এসেছে। আবার এতে পাওয়া যাবে ১ জিবি র‌্যাম ও ৮ জিবি স্টোরেজে।

ইনফিনিক্স এক্স১ ৪০ ইঞ্চি টিভিতে বিল্ট-ইন ক্রোমকাস্ট ফিচার ও গুগল প্লে স্টোরের অ্যাক্সেস পাওয়া যাবে। এতে রয়েছে ডলবি অডিও সাপোর্ট সহ ২৪ ওয়াট বক্স স্পিকার। কানেক্টিভিটি অপশনের মধ্যে এই টিভিতে উপস্থিত, তিনটি এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি পোর্ট, ব্লুটুথ ওয়াই-ফাই। এর রিমোটে Netflix সহ অন্যান্য পপুলার অ্যাপের জন্য ডেডিকেটেড বাটন রয়েছে।

Infinix X1 40-inch অ্যান্ড্রয়েড স্মার্টটিভির দাম, প্রাপ্যতা

ইনফিনিক্স এক্স১ ৪০ ইঞ্চি টিভির দাম রাখা হয়েছে ১৯,৯৯৯ টাকা। টিভিটি আগামী ৮ই আগস্ট থেকে ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন