Viral: টিকা নিলেই ১৩ হাজার টাকার Apple AirPods বিনামূল্যে, অভিনব ঘোষণায় অবাক নেটিজেনরা

করোনার বিরুদ্ধে লড়াইয়ে সারাবিশ্বে টিকাকরণের কাজ জোরকদমে চলছে। প্রতিটি নাগরিক যাতে করোনার টিকা গ্রহণ করেন সেজন্য রাষ্ট্রগুলির চেষ্টার কোনো খামতি নেই। এমনকি টিকা নেওয়ার বদলে…

করোনার বিরুদ্ধে লড়াইয়ে সারাবিশ্বে টিকাকরণের কাজ জোরকদমে চলছে। প্রতিটি নাগরিক যাতে করোনার টিকা গ্রহণ করেন সেজন্য রাষ্ট্রগুলির চেষ্টার কোনো খামতি নেই। এমনকি টিকা নেওয়ার বদলে নাগরিকদের পুরস্কৃত করার ঘটনাও চোখে পড়ছে! যেমন ভারতে সম্প্রতি পিভিআর সিনেমা (PVR Cinema) কর্তৃপক্ষ টিকাপ্রাপ্তদের বিনামূল্যে চলচ্চিত্র দেখার সুযোগ দিচ্ছে। এছাড়াও আরো অনেক সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে টিকাকরণ প্রক্রিয়াকে উৎসাহিত করা হচ্ছে। তবে টিকাগ্রহণের বদলে যদি কেউ আপনার হাতে Apple Airpods (ভারতে দাম প্রায় ১৩,৪০০ টাকা) বা ২৫,০০০ ডলারের বৃত্তি তুলে দেওয়ার কথা বলে, তাহলে চমকে যাবেন তো? অথচ কাণ্ড দেখুন, এমন ঘটনা সত্যি সত্যিই ঘটতে দেখা গিয়েছে। যেখানে টিকার প্রথম ডোজ নিলে তরুণ-তরুণীদের অ্যাপল এয়ারপডস (Apple Airpods) উপহার দেওয়া হচ্ছে! দাঁড়ান মশাই, বেশী উত্তেজিত হয়ে লাভ নেই কারণ ভারতে নয়, এই ঘটনার স্থান ও পাত্রেরা সকলেই আমেরিকার!

আজ্ঞে হ্যাঁ, অল্পবয়সীদের টিকা নেওয়ার অনীহা দূর করতে করতে আমেরিকার ওয়াশিংটন প্রদেশে অভিনব সরকারি ঘোষণা শোনা গেল। সেখানকার মেয়র করোনা টিকার প্রথম ডোজ গ্রহণের বিনিময়ে তরুণদের হাতে অ্যাপল এয়ারপডস সহ আরো একাধিক আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন! মেয়র মুরিয়েল বাউসারের এমন ঘোষণার ফলে গোটা ওয়াশিংটন প্রদেশেই চাঞ্চল্য ছড়িয়েছে। অল্পবয়সী ছেলেমেয়েদের টিকাকরণে এই ঘোষণা যথেষ্ট প্রভাব ফেলবে বলেই স্থানীয় বাসিন্দাদের দাবী।

আসলে টিকাকরণ ছাড়া করোনা সংক্রমণ কমানোর অন্য কোন উপায় আমাদের জানা নেই। যদিও এখন পর্যন্ত প্রকাশ্যে আসা কোন টিকা করোনাকে সম্পূর্ণরূপে ঠেকানোর দাবী করতে পারেনি। কিন্তু এটি সংক্রমণের প্রাবল্য কমাতে পারে। সেই কারণেই এগিয়ে থাকা দেশগুলি টিকাকরণে এত জোর দিচ্ছে।

তবে ওয়াশিংটনের মেয়র তার প্রতিশ্রুতির দ্বারা পূর্বের সমস্ত সরকারি ঘোষণাকে ম্লান করে দিয়েছেন। মূলত ১২ থেকে ১৭ বছর বয়সের ছেলেমেয়েদের টিকাকরণকে ত্বরান্বিত করতে তিনি মাত্রাতিরিক্ত উদারতা দেখিয়েছেন। ফলে টিকার প্রথম ডোজ নিলে অল্পবয়সীদের Apple Airpods, গিফ্ট কার্ড, হেডফোন, iPad প্রভৃতি পুরস্কৃত করার প্রতিশ্রুতি নেটিজেন মহলে বিস্ময় সৃষ্টি করেছে। শুধু তাই নয়, টিকা গ্রহণের বিনিময়ে থাকছে ২৫,০০০ ডলারের বৃত্তি বা স্কলারশিপ জিতে নেওয়ার সুযোগ!

৭ই আগস্ট নিজের টুইটে ওয়াশিংটনের মেয়র দাবী করেছেন যে সেদিন থেকেই টিকার প্রথম ডোজ গ্রহণকারী তরুণ-তরুণীদের প্রশাসন উপরোক্ত পুরস্কারগুলি দিয়ে অভিনন্দিত করবে। এজন্য আগ্রহীকে নিজের অভিভাবকের সঙ্গে টিকাকেন্দ্রে হাজির হতে হবে। এরপর নিয়ম মেনে টিকার প্রথম ডোজ গ্রহণ করলেই তারা বিভিন্ন নজরকাড়া পুরস্কার জিতে ঘরে ফিরতে পারবে।

টিকাকরণের পর প্রাপ্ত পুরস্কার দাবী করতে হলে ছাত্রছাত্রীদের নিজস্ব স্কুল পরিচয়পত্র, ডিসি ওয়ান কার্ড, কিডস রাইড ফ্রি কার্ড, রিপোর্টকার্ড বা ভর্তির প্রমাণপত্র জমা দিতে হবে। এক্ষেত্রে প্রতিটি অভিভাবক সন্তান পিছু একটি করে পুরস্কারের জন্য বিবেচিত হবেন। ওয়াশিংটন প্রদেশের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড, মিশিগান বা ওহিও প্রদেশেও টিকা-গ্রহণের জন্য মানুষকে পুরস্কৃত করার সংবাদ পাওয়া গিয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন