গ্রামেও দ্রুত গতিতে ইন্টারনেট, BSNL AirFiber গ্রাহকদের জন্য এল ৮০ এমবিপিএস গতির প্ল্যান

শহরের বাইরে অপেক্ষাকৃত গ্রামীণ এলাকায় ইন্টারনেটের সংযোগ নিয়ে আমাদের সবসময় বহু অভাব-অভিযোগ থাকে। এগুলোর মূলে থাকে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির সীমাবদ্ধতা। একথা তো সকলেই জানেন…

শহরের বাইরে অপেক্ষাকৃত গ্রামীণ এলাকায় ইন্টারনেটের সংযোগ নিয়ে আমাদের সবসময় বহু অভাব-অভিযোগ থাকে। এগুলোর মূলে থাকে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির সীমাবদ্ধতা। একথা তো সকলেই জানেন যে দুর্বল নেটওয়ার্ক সংযোগের দ্বারা ভালো পরিষেবা প্রাপ্তির আশা করা সম্পূর্ণ ভিত্তিহীন। দেশ যতই 5G পরিষেবার কাছাকাছি পৌঁছে যাক না কেন, বহু গ্রামীণ এলাকায় দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের জন্য এখনো আমাদের হাপিত্যেশ করতে হয়। আবার এই সমস্ত এলাকায় উপযুক্ত ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়াও সম্ভব হয়নি, যা মানুষের প্রতিদিনের চাহিদাকে মেটাবে। এই পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত সংস্থা, ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL) উপভোক্তাদের জন্য নতুন এয়ার-ফাইবার (AirFibre) পরিকল্পনা নিয়ে হাজির হয়েছে। এর অন্তর্গত প্ল্যানগুলি রিচার্জের মাধ্যমে একজন গ্রামীণ অঞ্চলেও ওয়্যারবিহীন ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে সমর্থ হবেন।

BSNL AirFiber এর জন্য এল নতুন দুটি প্ল্যান

বিএসএনএলের এয়ার-ফাইবার পরিষেবা অত্যন্ত লাভজনক। যে সমস্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগের বেহাল দশা, সেখানকার বাসিন্দারা রাষ্ট্রায়ত্ত সংস্থার এয়ার-ফাইবার পরিষেবার উপরে নির্ভর করতে পারবেন। সম্প্রতি এই পরিষেবায় দুটি নতুন প্ল্যান অন্তর্ভুক্ত করা হয়েছে। এয়ার-ফাইবার প্লাস (AirFibre Plus) ও এয়ার-ফাইবার প্লাস আল্ট্রা (AirFibre Plus Ultra) নামের সঙ্গে আগত প্ল্যানদ্বয়ের মূল্য যথাক্রমে ২,৯৯৫ ও ৬,৯৯৫ টাকা। প্ল্যান দুটি গ্রাহকদের ৮০ মেগাবাইট/সেকেন্ড (Mbps) দ্রুততার সঙ্গে ইন্টারনেট ডেটা খরচ ও অফুরন্ত ভয়েস কলিংয়ের স্বাধীনতা দেবে।

উপরে যে দুটি রিচার্জ বিকল্পের কথা বলা হলো, সেগুলি নির্দিষ্ট ফেয়ার ইউসেজ শর্তাবলি সহ এসেছে। ২,৯৯৫ ও ৬,৯৯৫ এয়ার-ফাইবার প্ল্যান রিচার্জ করলে গ্রাহক ৮০ এমবিপিএস দ্রুততায় যথাক্রমে ৫০০০ ও ৭৫০০ জিবি পর্যন্ত ডেটা খরচ করতে পারবেন। এই এফইউপি (FUP) সীমা পেরিয়ে গেলে পরিষেবার গতি ২৫ মেগাবাইট/সেকেণ্ডে নেমে আসবে।

এছাড়া আলাদা আলাদা ধরনের প্রয়োজন মেটানোর জন্য বিএসএনএলের ভিন্ন ভিন্ন এয়ার-ফাইবার প্ল্যান রয়েছে। যেমন ৪৯৯ টাকার এয়ার-ফাইবার বেসিক প্ল্যান রিচার্জ করলে ৩৩০০ এফইউপি সীমার মধ্যে ৩০ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করা যাবে। এফইউপি সীমা পেরিয়ে গেলে গতি ২ এমবিপিএসে পরিণত হবে।

আবার ৬৯৯ (এয়ার-ফাইবার বেসিক প্লাস প্ল্যান) ও ৮৯৯ (এয়ার-ফাইবার ভ্যালু প্ল্যান) টাকার বিকল্প বেছে নিলে যথাক্রমে ৪০ ও ৫০ মেগাবাইট/সেকেন্ড গতিতে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব। ৩৩০০ জিবি এফইউপি সীমা পেরিয়ে গেলে ইন্টারনেট দ্রুততা ক্রম অনুযায়ী ৪ ও ৬ এমবিপিএসে (Mbps) নেমে আসবে। ১,১৯৯ টাকার এয়ার-ফাইবার প্রিমিয়াম প্ল্যানটিও ৩৩০০ জিবি ফেয়ার ইউসেজ সীমা সহ এসেছে। এটি উপভোক্তাকে ৭০ মেগাবাইট/সেকেণ্ড গতিতে ইন্টারনেট উপভোগের আনন্দ দেবে। এফইউপি সীমা পেরিয়ে যাওয়ার পর ১০ এমবিপিএস দ্রুততায় পরিষেবা ব্যবহার করা যাবে। উল্লেখ্য, প্রত্যেকটি রিচার্জ বিকল্প অফুরন্ত ভয়েস কলিংয়ের সুবিধা সহ এসেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন