কয়েক সেকেন্ডে মোবাইলে ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করবেন

আপনি যদি কোনও ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান তবে তার জন্য সেরা বিকল্প অবশ্যই কোনো অ্যাপ বা ফটোশপ। তবে এর জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে…

আপনি যদি কোনও ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান তবে তার জন্য সেরা বিকল্প অবশ্যই কোনো অ্যাপ বা ফটোশপ। তবে এর জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। ব্যাকগ্রাউন্ড সরানোর জন্য আপনাকে এক এক করে সমস্ত অবজেক্টকে দূরে নিয়ে যেতে হবে।

এই কাজ করতে গিয়ে মাঝে মাঝে আপনার ছবির কোনো অংশ কেটে যাওয়ার সম্ভাবনাও থাকে। কিন্তু আজ আমরা এমন একটি ট্রিকস আপনাদেরকে বলবো যার সাহায্যে আপনি কয়েক মিনিটের মধ্যে খুব সহজে ছবির ব্যাকগ্রাউন্ড সরাতে পারবেন।

কিভাবে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলবেন :

ছবির ব্যাকগ্রাউন্ড হটানোর জন্য আপনাকে প্রথমে www.remove.bg ওয়েবসাইটে যেতে হবে।
ওয়েবসাইটে যাওয়ার পর ফটো আপলোডের অপসন পাবেন।

এখানে আপনি URL পেস্ট করে অথবা আপনার ফোনের গ্যালারি থেকে ছবি আপলোড করতে পারবেন।
ছবি আপলোড হওয়ার সাথে সাথেই আপনি ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবিটিকে দেখতে পাবেন।

নীচে ডাউনলোড বাটন দেওয়া আছে। এখানে ক্লিক করলে PNG ফরম্যাটে ছবিটি ডাউনলোড হয়ে যাবে।
আপনি এখানে ফুল সাইজ অথবা ৬১৩ x ৪০৮ পিক্সেলে ছবি ডাউনলোড করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *