Sony Xperia 10 III Lite দুর্দান্ত ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি সহ লঞ্চ হল, জানুন দাম

গত এপ্রিলে, ট্রিপল রিয়ার ক্যামেরা, Snapdragon 690 চিপসেট-সহ নজরকাড়া সব ফিচারে সজ্জিত হয়ে বাজারে এসেছিল Sony Xperia 10 III। ফোনটি ইতিমধ্যেই স্মার্টফোন প্রেমীদের নজর কেড়েছে।…

গত এপ্রিলে, ট্রিপল রিয়ার ক্যামেরা, Snapdragon 690 চিপসেট-সহ নজরকাড়া সব ফিচারে সজ্জিত হয়ে বাজারে এসেছিল Sony Xperia 10 III। ফোনটি ইতিমধ্যেই স্মার্টফোন প্রেমীদের নজর কেড়েছে। সেকারণেই এই মিড-রেঞ্জ ফোনটির Lite ভার্সন লঞ্চ করে ফেলল সনি। এটি জাপানে Sony Xperia 10 III Lite নামে এসেছে। তবে লাইট নাম শুনে হেলাফেলা করার জায়গা নেই। Sony Xperia 10 III Lite চমৎকার স্পেসিফিকেশন সহযোগে আত্মপ্রকাশ করেছে। ওলেড ডিসপ্লে, ই-সিম, IP68 রেজিট্যান্স, ফাস্ট চার্জিং সাপোর্ট – Sony Xperia 10 III Lite-এর ফিচারের মধ্যে উল্লেখযোগ্য।

Sony Xperia 10 III Lite স্পেসিফিকেশন

৬ ইঞ্চি OLED ডিসপ্লে দেওয়া হয়েছে সনি এক্সপেরিয়া ১০ থ্রি লাইট ফোনে, যা এইচডিআর, ফুল এইচডি+ রেজোলিউশন অফার করবে। ফোনে স্ন্যাপড্রাগন ৬৯০ প্রসেসর ব্যবহার করা হয়েছে৷ সনি এক্সপেরিয়া ১০ থ্রি লাইট ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ।

Sony Xperia 10 III Lite ট্রিপল ক্যামেরা সেটআপ-সহ এসেছে। এতে রয়েছে ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা + ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফির জন্য ফোনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রাখা হয়েছে। ফোনটিতে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Sony Xperia 10 III Lite এর দাম ও লভ্যতা

সনি এক্সপেরিয়া ১০ থ্রি লাইট-এর দাম রাখা হয়েছে ৪৬,৮০০ জাপানি ইয়েন, ভারতীয় মুদ্রায় যা ৩১,৬২৫ টাকার সমান। ফোনটি বিশ্বের অন্যান্য প্রান্তে কবে লঞ্চ করা হবে, তা জানা যায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন