ফিচারে ঠাসা Infinix Zero X Neo ভারতে এন্ট্রি নিচ্ছে, ৮ জিবি র‌্যামের সাথে থাকবে ফুল এইচডি প্লাস ডিসপ্লে

ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG), গুগল প্লে কনসোলের (Google Play Console) পর এবার ভারতের বিআইএস (ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস) বা BIS সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে Infinix…

ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG), গুগল প্লে কনসোলের (Google Play Console) পর এবার ভারতের বিআইএস (ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস) বা BIS সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে Infinix Zero X Neo। এই স্মার্টফোনটি বাজারে পা রাখতে চলেছে বলে অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। তাই চলছে প্রয়োজনীয় অনুমতি নেওয়ার কাজ।

Infinix Zero X Neo পেল BIS সার্টিফিকেশন

ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সার্টিফিকেশন কেবলমাত্র Infinix Zero X Neo-এর অস্বিত্বের বিষয়টি সুনিশ্চিত করেছে মাত্র। এছাড়া আর কোনও তথ্য প্রকাশ করেনি। তবে এটুকু বলা যায়, শীঘ্রই স্মার্টফোনটি ভারতে লঞ্চ করবে বলে ভাবছে ইনফিনিক্স। তবে ভারত ছাড়াও বিভিন্ন দেশে পাওয়া যাবে Infinix Zero X Neo।

Infinix Zero X Neo স্পেসিফিকেশন

গুগল প্লে কনসোলের লিস্টিং অনুসারে, X6810 মডেল নম্বরের ইনফিনিক্স জিরো এক্স নিও স্মার্টফোনটি ৪৮০ পিপিআই পিক্সেল ডেনসিটির ফুল এইচডি+ ডিসপ্লে (১০৮০ x ২৪৬০ পিক্সেল), হেলিও জি৯০ (MT6785) প্রসেসর, ৮ জিবি র‌্যাম, এবং অ্যান্ড্রয়েড ১১ ওএস-সহ আসবে।

প্রসঙ্গত, মালয়েশিয়ার SIRIM সার্টিফিকেশন সাইটে ডিভাইসটি Infinix Zero M নামের সাথে দেখা গিয়েছিল। যার অর্থ ফোনটি ভিন্ন নামে মালয়েলিয়ায় আত্মপ্রকাশ করবে। আবার মালয়েশিয়ান ভার্সনে এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৯০ প্রসেসরের বদলে থাকবে জি৯৫ প্রসেসর। সুতরাং দেশ বিশেষ Infinix Zero X Neo বা Infinix Zero M-এর স্পেসিফিকেশনে তারতম্য চোখে পড়বে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন