এই সাতটি কারণে আপনার Windows 11 ব্যবহার করা উচিত, দাবী মাইক্রোসফটের

আগামী ৫ই অক্টোবর থেকে বিশ্বজুড়ে মাইক্রোসফটের (Microsoft) নয়া অপারেটিং সিস্টেম Windows 11 OS রোল-আউট শুরু হবে। উইন্ডোজের পুরোনো সংস্করণের তুলনায় এই ওএস (OS) ধারে-ভারে অনেকটাই…

আগামী ৫ই অক্টোবর থেকে বিশ্বজুড়ে মাইক্রোসফটের (Microsoft) নয়া অপারেটিং সিস্টেম Windows 11 OS রোল-আউট শুরু হবে। উইন্ডোজের পুরোনো সংস্করণের তুলনায় এই ওএস (OS) ধারে-ভারে অনেকটাই এগিয়ে থাকবে। ইউজারদের তৃপ্ত করতে উইন্ডোজ ১১ একাধিক নতুন ফিচার ও সুবিধার সাথে আসবে, যা এর চাহিদাকে ক্রমাগত বাড়িয়ে তুলবে বলে প্রযুক্তি-মহলের অভিমত। আজ আমরা Windows 11 আপডেটের এমন সাতটি সুবিধার কথা আলোচনা করবো যেগুলি একে পূর্ববর্তী সংস্করণগুলির থেকে স্বাতন্ত্র্য এনে দেবে।

১. ডিজাইন

প্রথমেই বলতে হয় ডিজাইনের কথা। উইন্ডোজ ১১ আপডেট এক সম্পূর্ণ নতুন, আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য ডিজাইনের সঙ্গে আসবে। লুকের দিক থেকে এটি পুরোনো সংস্করণগুলিকে অনায়াসে ছাপিয়ে যাবে।

২. স্টার্ট মেনু

ইতিমধ্যে অনেকেই জেনে ফেলেছেন যে উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা স্টার্ট মেনু ও স্টার্ট বাটন উভয় ক্ষেত্রেই নতুনত্ব দেখতে পাবেন। এক্ষেত্রে স্টার্ট মেনুকে নিম্নস্থ স্ক্রিনের মাঝখানে সরিয়ে আনা হচ্ছে।

৩. স্ন্যাপ লে-আউট

একই সময়ে একাধিক কাজ অর্থাৎ মাল্টিটাস্কিংয়ের জন্য Windows 11 আপডেটে স্ন্যাপ লে-আউট (Snap Layouts), স্ন্যাপ গ্রুপ (Snap Groups) এবং ডেস্কটপের সুবিধাজনক ব্যবহার চোখে পড়বে। ডিভাইসের স্ক্রিনকে সঠিকভাবে কাজে লাগাতে ও অ্যাপ্লিকেশন সাজানোর ক্ষেত্রে এই ফিচার ইউজারকে সাহায্য করবে।

৪. টাস্কবারে Microsoft Teams -এর উপস্থিতি

নতুন আপডেট টাস্কবার (Taskbar) থেকে সরাসরি মাইক্রোসফট টিম (Microsoft Teams) ব্যবহারের সুবিধা দেবে। এর ফলে ব্যবহারকারী অনেক দ্রুত অন্যের সাথে যোগাযোগ করতে পারবেন।

৫. উইজেট (Widgets)

Windows 11 OS, ব্যবহারকারীর চোখের সামনে নয়া ধরনের পার্সোনালাইজড ফিড (Personalized Feed) তুলে ধরবে। এআইয়ের (AI) কেরামতিতে এর উইজেটগুলি সুসম্পূর্ণ ব্যবহারিক অভিজ্ঞতা প্রদানে কার্যকর হবে।

৬. উন্নত অ্যাকসেসিবিলিটি

উন্নত অ্যাকসেসিবিলিটি’র (Accessibility) জন্য সমস্ত স্তরের মানুষ উইন্ডোজ ১১ আপডেট ব্যবহারে সমর্থ হবেন। এমনকি বিশেষভাবে সক্ষম মানুষেরাও খুব সহজে নয়া আপডেটের স্বাদ উপভোগ করতে পারবেন।

৭. টাচ, ডিজিটাল পেন ও ভয়েস ইনপুট সাপোর্ট

দ্রুতগতির ব্যবহারিক অভিজ্ঞতা প্রদানের জন্য উইন্ডোজ ১১ টাচ, ডিজিটাল পেন ও ভয়েস ইনপুট সাপোর্টের সঙ্গে এসেছে। এই ফিচারের উপস্থিতি নতুন আপডেটকে আরো আকর্ষণীয় করে তুলবে বলে মাইক্রোসফটের দাবী।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন