সাবধান, অ্যাপ ব্যান হওয়ার পর সাইবার অ্যাটাক করতে পারে চীন, রেড অ্যালার্ট জারি

গত ১৩ই জুনে সীমান্তে ভারত-চীন সংঘর্ষের পর, চীনের তরফে সাইবার হামলা হতে পারে এমন আশঙ্কা বারবার উঠে এসেছে শিরোনামে। কিছুদিন আগে সরকার চীনা হ্যাকার সম্পর্কে…

গত ১৩ই জুনে সীমান্তে ভারত-চীন সংঘর্ষের পর, চীনের তরফে সাইবার হামলা হতে পারে এমন আশঙ্কা বারবার উঠে এসেছে শিরোনামে। কিছুদিন আগে সরকার চীনা হ্যাকার সম্পর্কে সতর্ক করেছিল। এরই মধ্যে পরশু রাতে ভারত সরকার ৫৯ টি চীনা অ্যাপ নিষিদ্ধ করার পর সাইবার হামলার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, এবার চীন ভারতীয় সাইবার স্পেসের ক্ষতি করার চেষ্টা করতে পারে। এই পরিপ্রেক্ষিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা, জনগণকে সতর্ক তো করছেই, তাছাড়া তদারকি আরো তীব্র করা হয়েছে।

The Dialogue সংস্থার পরিচালক কাজিম রিজভী বলেছেন, স্মার্টফোন এবং ইন্টারনেট ইউজারদের ডেটা সুরক্ষিত রাখতেই, সরকার কয়েকটি অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে এক প্রবীণ সরকারী কর্মকর্তা জানিয়েছেন, প্রায় সব ধরণের সেক্টরেই নজরদারি চালানো হচ্ছে। চীনা অবকাঠামোর সাথে সম্পর্কিত পাওয়ার, টেলিকম এবং আর্থিক পরিষেবা সেক্টকেও সতর্ক করা হচ্ছে। কারণ আগে এই সেক্টরগুলিতে বিনিয়োগ করার জন্য চীনের কাছে অনুমতি ছিল, তাই নেটওয়ার্কগুলিতে চীনের অ্যাক্সেস থাকতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা।

এখন, চীন ভারতীয় নেটওয়ার্কগুলিতে সাইবার আক্রমণ করতে পারে, এমন রিমোট লোকেশনগুলিকে অ্যালার্ট থাকতে বলা হয়েছে।সাইবারসিকিউরিটি বিশেষজ্ঞদের মতে, সরকার সেই সমস্ত সংস্থাগুলির ওপর ফোকাস করবে যেগুলি, চীন থেকে বিনিয়োগ পেতো। এর বাইরে, সরকারী ও বেসরকারী খাতে ব্যবহৃত চীনে তৈরি বিভিন্ন সার্ভিলেন্স যন্ত্রগুলিকেও পর্যবেক্ষণ করা হচ্ছে।

PwC India-র নেতা সিদ্ধার্থ বিশ্বনাথ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে কেউ সীমান্তে যুদ্ধের জন্য প্রস্তুত নয়, তাই সাইবার স্পেস, বাণিজ্য ও সাপ্লাই চেনের ক্ষতি করার চেষ্টা করা হতে পারে। এর আগেও ডেটা মাইনিংয়ের জন্য চীন থেকে আক্রমণ করা হয়েছে এবং গত বছরে কয়েক মিলিয়ন ভারতীয়ের মেডিকেল ডেটা চুরির ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *