নতুন Laptop কিনবেন? এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন

সাম্প্রতিককালে করোনা পরিস্থিতিতে স্মার্টফোনের পরে বিশ্বের সর্বত্র সর্বাধিক ব্যবহৃত ডিভাইস হল ল্যাপটপ। স্কুলের অনলাইন ক্লাস থেকে শুরু করে অফিসের কাজ – সবকিছুর জন্যই এখন প্রয়োজন…

সাম্প্রতিককালে করোনা পরিস্থিতিতে স্মার্টফোনের পরে বিশ্বের সর্বত্র সর্বাধিক ব্যবহৃত ডিভাইস হল ল্যাপটপ। স্কুলের অনলাইন ক্লাস থেকে শুরু করে অফিসের কাজ – সবকিছুর জন্যই এখন প্রয়োজন ল্যাপটপ। আর সোশ্যাল ডিসটেন্সসিংয়ের সুবাদে বেশিরভাগ কাজই এখন অনলাইন হয়ে যাওয়ায় অধিকাংশ ক্ষেত্রেই ল্যাপটপের ব্যবহার বহুল পরিমাণে বেড়েছে। তাই কাজের প্রয়োজনে অনেকেই এখন নতুন ল্যাপটপ কেনার কথা চিন্তাভাবনা করছেন। আপনিও যদি একটি নতুন ল্যাপটপ কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার খুব কাজে লাগবে, কেননা এখানে আমরা একটি ল্যাপটপ কেনার সময় কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলির ওপর আপনার নজর দেওয়া উচিত সে সম্পর্কে আলোচনা করব।

কেনার আগে ল্যাপটপের বাজেট অবশ্যই ঠিক করতে হবে

বাজারে বিভিন্ন রেঞ্জের ল্যাপটপ থাকায় কেনার আগে বাজেট ঠিক করা খুবই গুরুত্বপূর্ণ। এটা না করার কারণে অনেকেই নিজেদের জন্য সঠিক ল্যাপটপটি বেছে নিতে পারেন না, দোকানে গিয়ে একগাদা মডেলের ভিড়ে বিভ্রান্ত হয়ে যান। সুতরাং সর্বদা মনে রাখবেন যে, বাজেট প্রথমে স্থির করা উচিত। এর ফলে আপনি খুব সহজেই একটি ল্যাপটপ ঘরে আনতে সক্ষম হবেন।

স্ক্রিনের সাইজ

ল্যাপটপ কেনার সময় স্ক্রিনের সাইজের দিকে মনোযোগ দেওয়াও গুরুত্বপূর্ণ। অনেকেই বড়ো স্ক্রিনযুক্ত ল্যাপটপ পছন্দ করেন, আবার ছোটো স্ক্রিনযুক্ত ল্যাপটপ পছন্দ করেন এমন মানুষেরও অভাব নেই। তাই কেনার আগে আপনি কীরকম স্ক্রিনসাইজ চাইছেন সে সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। সাধারণত ১৪.৫ বা ১৫ ইঞ্চি স্ক্রিনসাইজ যুক্ত ল্যাপটপেরই মার্কেটে চাহিদা বেশি।

প্রসেসর

ল্যাপটপ কেনার সময় প্রসেসর এবং র‌্যামের মতো অভ্যন্তরীণ ফিচারগুলির দিকেও নজর দিন। ল্যাপটপ কেনার সময় যদি সেটির প্রসেসর এবং র‌্যামের বিষয়টি আপনার চোখ এড়িয়ে যায়, তাহলে পরে আপনাকে পস্তাতে হতে পারে। স্বাভাবিক কাজকর্মের জন্য Intel i3, Intel i5 বা Intel i7 প্রসেসর আদর্শ। অন্যদিকে, ৪ জিবি র‌্যামের একটি ল্যাপটপ ইউজারদের ভালোরকম সার্ভিস দিতে পারে।

কানেক্টিভিটি

আজকাল সব কোম্পানিই তাদের ল্যাপটপে ২ থেকে ৩ টি ইউএসবি টাইপ-সি পোর্ট অফার করে। এইরকম ল্যাপটপগুলি কেনা অত্যন্ত লাভজনক কারণ এগুলি ইউনিভার্সাল। আপনি এই পোর্টগুলির মাধ্যমে আপনার টাইপ-সি পোর্টযুক্ত মোবাইল ফোনকেও ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারবেন।

ব্যাটারি

ল্যাপটপ কেনার সময় ব্যাটারি ব্যাকআপের দিকেও খেয়াল রাখা উচিত। বেশিরভাগ ল্যাপটপে লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে, যা দীর্ঘসময়ের ব্যাকআপ অফার করে। সর্বদা বেশি mAh ব্যাটারি যুক্ত ল্যাপটপ কিনুন, এতে আপনি দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ পাবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন