টিকটক ব্যান হতেই HiPi নিয়ে হাজির হল Zee5, ইচ্ছামত বানানো যাবে ভিডিও

টিকটক ব্যান হওয়ার পর থেকেই ভারতীয় অ্যাপ্লিকেশন ডেভেলপাররা টিকটকের বিকল্প বাজারে আনার পরিকল্পনা নিয়েছেন। এরকম অবস্থায় ভারতের অন্যতম বড় ওটিটি প্ল্যাটফর্ম Zee5 বুধবার লঞ্চ করলো…

টিকটক ব্যান হওয়ার পর থেকেই ভারতীয় অ্যাপ্লিকেশন ডেভেলপাররা টিকটকের বিকল্প বাজারে আনার পরিকল্পনা নিয়েছেন। এরকম অবস্থায় ভারতের অন্যতম বড় ওটিটি প্ল্যাটফর্ম Zee5 বুধবার লঞ্চ করলো তাদের নতুন শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের নাম রাখা হয়েছে হাইপাই (HIPI) এবং এই প্ল্যাটফর্ম চীনের অ্যাপ্লিকেশন টিকটকের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী হতে চলেছে। ভারত সরকারের আত্মনির্ভর ভারত উদ্যোগে নতুন সংযুক্তি হিসেবে ভারতে আসতে চলেছে এই নতুন প্ল্যাটফর্ম হাইপাই।

Zee5-র এই নতুন প্ল্যাটফর্ম HiPi তে ব্যবহারকারীরা আকর্ষণীয় কনটেন্ট তৈরি করতে পারবেন। এখানে একটি নতুন ফিচার দেওয়া হয়েছে যার নাম state-of-the-art। এই নতুন ফিচারের মাধ্যমেই ব্যবহারকারীরা তাদের নিজের কনটেন্ট তৈরি করতে সক্ষম হবেন। Zee5 প্ল্যাটফর্মের তরফ থেকে জানানো হয়েছে, যে তাদের এই নতুন শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে কাউকে তার কনটেন্টের উপর ভিত্তি করে বিচার করা হবে না। ব্যবহারকারীরা নিজের ইচ্ছে মত কনটেন্ট তৈরি করে আপলোড করতে পারবেন। ভারতের উন্নতির লক্ষ্যেই এই নতুন প্ল্যাটফর্মকে নিয়ে আসা হয়েছে।

তবে আপনাদের জানিয়ে রাখি, এই হাইপাই অ্যাপ্লিকেশনটি কোন রকম ভাবেই Zee5 অ্যাপ্লিকেশনের অংশ নয়। এটি একটি আলাদা অ্যাপ্লিকেশন, এটিকে আলাদাভাবেই অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মের জন্য নিয়ে আসা হচ্ছে। ‌হাইপাই অ্যাপ্লিকেশনটি হতে চলেছে ভারতের সর্বপ্রথম সম্পূর্ণ হোমগ্রাউন শর্ট ভিডিও অ্যাপ্লিকেশন, যা টিকটকের বিকল্প হিসেবে উঠে আসবে। একটি আনুষ্ঠানিক ইমেইল বিবৃতিতে হাইপাই অ্যাপ্লিকেশনের ডেভলপাররা জানিয়েছেন, ব্যবহারকারীরা তাদের অ্যাপ্লিকেশনে একটি সুপার অ্যাপ্লিকেশন এক্সপিরিয়েন্স পেতে চলেছেন। এই কোম্পানি জানিয়েছে হাইপাই অ্যাপ্লিকেশন ভারতের ক্রিয়েটিভ মানুষদের নিজের ক্রিয়েটিভিটি প্রদর্শনের সুযোগ করে দেবে। ‌

আগামী ১৫ই জুলাই, আনুষ্ঠানিকভাবে হাইপাই অ্যাপ্লিকেশনকে লঞ্চ করা হবে। বর্তমানে আপনারা এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন না। ‌ কোম্পানি এই অ্যাপ্লিকেশনের একটি স্ক্রিনশট শেয়ার করেছে, যাতে দেখা যাচ্ছে ব্যবহারকারীকে হাইপাই অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হলে অবশ্যই সাইন আপ করতে হবে। আপনাদের জানিয়ে রাখি চীনের অ্যাপ্লিকেশন টিকটক এবং হ্যালোতে ভিডিও দেখার জন্য সাইন আপ করার দরকার পড়তো না। তবে এই অ্যাপ্লিকেশনে অবশ্যই আপনাকে সাইন আপ করতে হবে। ‌

৫৯টি চীনা অ্যাপ্লিকেশন ব্যান হয়ে যাবার পরেই ভারতের বেশ কিছু অ্যাপ্লিকেশন নিজেদের প্রসার বৃদ্ধি করতে শুরু করেছে। ভারতীয় অ্যাপ্লিকেশন শেয়ারচ্যাট প্রতি ঘন্টায় ৫ লক্ষ ডাউনলোড হচ্ছে। ‌শর্ট ভিডিও অ্যাপ্লিকেশন চিঙ্গারি ডাউনলোড করা হচ্ছে প্রতি ঘন্টায় ১০ লক্ষ‌। অন্যদিকে ভারতের তৈরি মিত্রৌ, রোপোসো, বোলো ইন্ডিয়ার মত অ্যাপ্লিকেশনগুলির ডাউনলোড সংখ্যাও উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া শুরু করেছে। এমতাবস্থায়, জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম Zee5 -র হাইপাই অ্যাপ্লিকেশন কতটা জনপ্রিয় হতে পারে সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *