আসছে না iPhone 14 mini, সর্বশেষ mini মডেল থাকছে iPhone 13 সিরিজে

সদ্য বাজারে এসেছে অ্যাপলের (Apple) নতুন আইফোন ১৩ (iPhone 13) সিরিজ। এর মধ্যে মোট চারটি ডিভাইস, যথা – iPhone 13, iPhone 13 mini, iPhone 13…

সদ্য বাজারে এসেছে অ্যাপলের (Apple) নতুন আইফোন ১৩ (iPhone 13) সিরিজ। এর মধ্যে মোট চারটি ডিভাইস, যথা – iPhone 13, iPhone 13 mini, iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max অন্তর্ভুক্ত হয়েছে। আলাদা আলাদা স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে আগত ডিভাইসগুলির বাজারমূল্য একে অপরের থেকে পৃথক। সেদিক থেকে দেখতে গেলে iPhone 13 এবং iPhone 13 mini অপেক্ষাকৃত কম দামে কেনা যাবে। উল্লেখ্য, ফিচারগতভাবে এই দুই ডিভাইসের মধ্যে খুব বেশী ফারাক নেই। স্ট্যান্ডার্ড সংস্করণের অধিকাংশ বৈশিষ্ট্য মিনি ভার্সনের মধ্যে দেখা যায়। তবে আকৃতিতে সামান্য ছোট আইফোনের মিনি ভার্সন ব্যবহারে একটা আলাদা সন্তুষ্টি রয়েছে। যদিও ভবিষ্যতে আসন্ন আইফোন সিরিজগুলি মিনি ভার্সন ছাড়াই বাজারে আসতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে।

iPhone 13 mini কি আইফোনের সর্বশেষ mini ভার্সন?

আজ্ঞে হ্যাঁ, জনপ্রিয় টিপ্সটার, Jon Prosser সম্প্রতি দাবী করেছেন যে ২০২২ সালে আসন্ন iPhone 14 সিরিজে কোনো মিনি ভার্সনের অস্তিত্ব থাকবে না। সুতরাং আইফোনের আকর্ষণীয় এই মডেল সংগ্রহ করতে চাইলে আগ্রহীকে এখনই নড়েচড়ে বসতে হবে। কারণ, সম্ভবত iPhone 13 সিরিজ সর্বশেষ মিনি সংস্করণের সাথে উপলব্ধ।

কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? আইফোনের আসন্ন সংস্করণগুলি থেকে মিনি ভার্সন তুলে নেওয়ার কারণ কি? এক্ষেত্রে টিপ্সটারদের বক্তব্য, এর আগে iPhone 12 mini ভ্যারিয়েন্ট বিক্রি করে Apple খুব বেশী ফায়দা করতে পারেনি। তাই খুব স্বাভাবিকভাবেই এই কুলীন মোবাইল প্রস্তুতকারক সংস্থা আগামী আইফোন সিরিজ থেকে মিনি সংস্করণ তুলে নেওয়ার কথা ভাবছে। এমনটা হলে iPhone 14 সিরিজ mini সংস্করণবিহীন হতে চলেছে।

উপরোক্ত ভবিষ্যৎবাণীর সঙ্গে টিপ্সটার আরো একটি সম্ভাবনার কথা শুনিয়েছেন। তার দাবি, ২০২২ সালের আকর্ষণের কেন্দ্রবিন্দু, iPhone 14 সিরিজেও চারটি মডেল থাকবে। এদের মধ্যে দুটি ডিভাইস হাই-এন্ড ভ্যারিয়েন্ট এবং অপর দুটি লো-এন্ড ভ্যারিয়েন্ট হিসেবে আসতে পারে।

তবে শেষ পর্যন্ত এটা জানিয়ে রাখা ভালো যে সংস্থার তরফ থেকে এখনো আলোচ্য বিষয়ে কোনো মন্তব্য পেশ করা হয়নি। ফলে টিপ্সটারদের কথার উপরে ভিত্তি করে কোন নিশ্চিত ধারণায় পৌঁছনো সঠিক হবে না। তাই আপাতত iPhone 13 নিয়ে যাবতীয় চর্চা চালানো যেতে পারে। সেক্ষেত্রে উল্লেখ্য, iPhone 13 mini ১২৮, ২৫৬ এবং ৫১২ জিবি স্টোরেজ সংস্করণে উপলব্ধ। ভারতে এদের দাম যথাক্রমে ৬৯,৯০০, ৭৯,৯০০ এবং ৯৯,৯০০ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন