Apple iPhone 14 সিরিজে থাকবে পাঞ্চ হোল ডিসপ্লে, ফোল্ডেবল iPhone আসছে ২০২৩ সালে

Apple-এর নতুন স্মার্টফোন লাইনআপ অর্থাৎ iPhone 13 (আইফোন ১৩) সিরিজ লঞ্চের সবেমাত্র এক সপ্তাহ পেরিয়েছে; কিন্তু এরই মধ্যে যেন প্রযুক্তি তথা মোবাইল কেন্দ্রিক খবরে জায়গা…

Apple-এর নতুন স্মার্টফোন লাইনআপ অর্থাৎ iPhone 13 (আইফোন ১৩) সিরিজ লঞ্চের সবেমাত্র এক সপ্তাহ পেরিয়েছে; কিন্তু এরই মধ্যে যেন প্রযুক্তি তথা মোবাইল কেন্দ্রিক খবরে জায়গা করে নিয়েছে ব্র্যান্ডের পরবর্তী আইফোন সিরিজ iPhone 14। কিছুদিন আগে জনপ্রিয় টিপস্টার জন প্রোসার একটি ভিডিও শেয়ার করে আগামী বছরে লঞ্চ হতে চলা আইফোন সিরিজের ডিজাইন এবং অন্যান্য বেশ কিছু তথ্য প্রকাশ্যে আনেন। সেক্ষেত্রে ওইসব তথ্য সত্য হবে কিনা – সেই সন্দেহের মধ্যেই এবার অ্যাপল প্রোডাক্ট অ্যানালিস্ট, মিং-চি কুও, iPhone 14 সিরিজ সম্পর্কে একাধিক ভবিষ্যদ্বাণী করে করলেন।

আমরা জানি iPhone 13 সিরিজ এবছর অপেক্ষাকৃত ছোটো নচ সহ এসেছে। কিন্তু কুও মনে করছেন যে, আগামী বছরের আইফোনে কোনো নচ থাকবে না। এই সিরিজের ফোনগুলিতে পাঞ্চ-হোল ডিজাইনের ডিসপ্লে দেখা যাবে।

Apple iPhone 14 সিরিজে থাকবে পাঞ্চ-হোল ডিসপ্লে

জন প্রোসার এর আগে যে আইফোন ১৪-এর সম্ভাব্য রেন্ডার শেয়ার করেছিলেন, সেখানে নচের পরিবর্তে পাঞ্চ-হোল ডিসপ্লে দেখা গিয়েছিল। কুও-ও একই দাবি করেছেন, তবে তিনি বলেছেন, আইফোন ১৪ সিরিজের প্রো মডেলে (iPhone 14 Pro এবং Pro Max) কেবল পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে।

এছাড়াও তিনি অনুমান করছেন, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনে ৪৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে। মানে, আইফোন ১৩-এ বিদ্যমান ১২ মেগাপিক্সেল ক্যামেরার তুলনায় পরবর্তী আইফোনে মারাত্মক একটি আপগ্রেড দেখা যাবে। তবে এগুলিতে, ইন-ডিসপ্লে টাচ আইডির সুবিধা থাকবে না বলেই জানিয়েছেন কুও। কারণ তিনি মনে করছেন ২০২৩ সালের আগে মার্কিন টেক জায়ান্টটি এই জাতীয় ফিচার সরবরাহ করে উঠতে পারবে না।

এদিকে আইফোন ১৪ ছাড়াও অন্যান্য আইফোন সম্পর্কে বেশ কিছু তথ্য ফাঁস করেছেন কুও। তাঁর বক্তব্য অনুযায়ী, সংস্থার প্রথম ফোল্ডেবল আইফোনটি (Foldable iPhone) ২০২৩ সালে চালু হতে পারে। এছাড়া Apple খুব শীঘ্রই iPhone SE-র 5G সংস্করণ বাজারে আনতে পারে বলে তিনি মনে করছেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন