iOS 15: বন্ধ থাকলেও খুঁজে পাওয়া যাবে হারানো iPhone, নতুন অপারেটিং সিস্টেমে কামাল Apple-এর

iPhone ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রয়েছে বড় সুখবর। এখন আপনার ফোনটি বন্ধ থাকা অবস্থায়ও ট্র্যাক করা যাবে। আজ্ঞে হ্যাঁ! নতুন অপারেটিং সিস্টেম, iOS 15…

iPhone ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রয়েছে বড় সুখবর। এখন আপনার ফোনটি বন্ধ থাকা অবস্থায়ও ট্র্যাক করা যাবে। আজ্ঞে হ্যাঁ! নতুন অপারেটিং সিস্টেম, iOS 15 এর মাধ্যমে এই সুবিধা উপভোগ করা যাবে।Apple গত ২০ সেপ্টেম্বর থেকে iPhone-এর জন্য এই নতুন অপারেটিং সিস্টেম রোল আউট করতে শুরু করেছে, যেখানে পাওয়া যাবে দুর্দান্ত ট্রেসিবিলিটি ফিচার। এছাড়াও, iOS 15 আপডেটে Find My অ্যাপে অনেক নতুন ফিচার যোগ করা হয়েছে, যেমন – লাইভ লোকেশন, উন্নত ডিভাইস ট্র্যাকিং সহ আরও অনেক কিছু।

তবে অন্য সবকিছু কে ছাপিয়ে আইফোন ট্র্যাক করার ফিচারটিই ইউজারদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ হবে। অনেকটা টাকা খরচা করে কেনার পর যদি দুর্ভাগ্যবশত iPhone হারিয়ে যায়, তাহলে সেটিকে খুঁজে পাওয়াই তখন ইউজারের কাছে মূল বিবেচ্য বিষয় হয়ে দাঁড়ায়। আর iPhone-এর রিসেল ভ্যালুও অত্যন্ত বেশি হওয়ায়, বর্তমানে সারা বিশ্বেই আইফোন চুরির ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তাই এই সমস্যার সমাধানে বিশেষভাবে সহায়ক হবে iOS 15-এর সাথে আসা উন্নত ফোন ট্র্যাকিং ফিচার। এতদিন একটি iPhone যতক্ষণ চালু থাকতো, Find My অ্যাপ ব্যবহার করে সেটিকে ততক্ষণ ট্র্যাক করা যেত। কিন্তু Apple এর নতুন অপারেটিং সিস্টেমে এখন iPhone বন্ধ থাকলেও ট্র্যাক করা এবং তার ডেটা ডিলিট করা যেতে পারে। এমনকি যদি ডিভাইসটির ব্যাটারি লো থাকে, তবুও এটি অন্য Apple ডিভাইসের কাছাকাছি থাকলে খুঁজে পাওয়া যেতে পারে।

Apple এই ফিচারের বিষয়ে বলেছে, “পাওয়ার অফ থাকলেও এখন iPhone খুঁজে পাওয়া সম্ভব। যদি আপনার iPhone পাওয়ার রিজার্ভ মোডে থাকে বা সেটির পাওয়ার অফ থাকে, তাহলে সেই অবস্থায় আপনার আইফোনটি হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে Find My অ্যাপ এখন আপনাকে সেটি খুঁজে পেতে সহায়তা করবে। এর জন্য আপনি Settings-এ গিয়ে Find My অপশনে Find My network ফাংশনালিটি পরিবর্তন করতে পারেন।”

তবে iPhone ট্র্যাকিংয়ের জন্য ব্যবহারকারীদের Find My network ফিচারটি এনাবেল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও ফিচারটি বাইডিফল্ট অন থাকে, তবুও এটি অন আছে কি না তা নিশ্চিতভাবে জানার জন্য আপনি একবার ক্রস-চেক করে নিতে পারেন। Apple তার ব্লগে জানিয়েছে যে, “আপনার ডিভাইসটি বন্ধ হওয়ার পরেও সেটি ২৪ ঘন্টা পর্যন্ত Find My network ব্যবহার করে খুঁজে পাওয়া যেতে পারে। পাশাপাশি Activation Lock-ও এই কাজে সহায়ক হবে। চুরি হওয়ার পর আপনার ডিভাইসটি যাতে পুনরায় কেউ না কিনতে পারে তা নিশ্চিত করতে, Hello স্ক্রিনটি স্পষ্টভাবে শো করবে যে আপনার ডিভাইসটি লকড, লোকেটেবল এবং এখনও আপনারই আছে।”

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন