Motorola Edge 20 Pro ফ্ল্যাগশিপ কিলার ভারতে লঞ্চ হল,‌ রয়েছে নজরকাড়া ফিচার

Motorola Edge 20 Pro গ্লোবাল মার্কেটের পর আজ ভারতে লঞ্চ হল। গত জুলাইয়ে Motorola Edge 20, Motorola Edge 20 Lite সাথে এই ফোনটি গ্লোবাল মার্কেটে…

Motorola Edge 20 Pro গ্লোবাল মার্কেটের পর আজ ভারতে লঞ্চ হল। গত জুলাইয়ে Motorola Edge 20, Motorola Edge 20 Lite সাথে এই ফোনটি গ্লোবাল মার্কেটে পা রেখেছিল। ভারতে এই ফোনের দাম রাখা হয়েছে ৪০,০০০ টাকার কম। Motorola Edge 20 Pro ফোনে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের OLED ডিসপ্লে ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আবার এই ফোনে ১০৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা যাবে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর সহ এসেছে। আসুন Motorola Edge 20 Pro-এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Motorola Edge 20 Pro দাম ও সেল অফার

মোটোরোলা এজ ২০ প্রো এর দাম রাখা হয়েছে ৩৬,৯৯৯ টাকা। এই মূল্য ফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। ফোনটি মিডনাইট স্কাই ও ইরিডিসেন্ট ক্লাউড কালারে এসেছে। আগামী ৩ অক্টোবর Flipkart থেকে ফোনটি প্রি-অর্ডার করা যাবে।

লঞ্চ অফার হিসেবে ICICI ও Axis ব্যাঙ্কের কার্ডধারীরা Flipkart Big Billion Days সেলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন। আবার ফোনটি নো কস্ট ইএমআই-এ কেনা যাবে।

উল্লেখ্য, ইউরোপে Motorola Edge 20 Pro ফোনের ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ৬৯৯.৯৯ ইউরো, যা প্রায় ৬২,০০০ টাকা। আবার চীনে ফোনটি Motorola Edge S Pro নামে উপলব্ধ, যার ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম প্রায় ২৯,০০০ টাকা।

Motorola Edge 20 Pro স্পেসিফিকেশন, ফিচার

মোটোরোলা এজ ২০ প্রো ফোনে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০ x ২,৪০০ পিক্সেল) আল্ট্রা ওয়াইড OLED ডিসপ্লে। এটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৫৭৬ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এইচডিআর ১০ প্লাস সাপোর্ট করে। আবার এটি ১ বিলিয়নের উর্দ্ধে কালার ডিসপ্লে করতে সক্ষম। এই ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে কর্নি গরিলা গ্লাস ৫ প্রোটেকশন।

মোটোরোলা এজ ২০ প্রো ফোনে ব্যবহার করা হয়েছে এড্রনো ৬৫০ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। সঙ্গে রয়েছে ৮ জিবি এলপিডিডিআর৫ র‌্যাম ও ১২৮ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ। ডুয়েল সিমের এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড মাই ইউএক্স কাস্টম স্কিনে রান করবে।

Motorola Edge 20 Pro ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল এফ/১.৯ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (ওআইএস), ৫x অপটিক্যাল জুম, এবং ৫০x ডিজিটাল জুম-সহ ৮ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর, এবং ১৬ মেগাপিক্সেল ১২০॰ আল্ট্রাওয়াইড লেন্স, যা মাক্রো সেন্সরের ভূমিকাও পালন করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 20 Pro ফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যার সঙ্গে ৩০ ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এর পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা হয়েছে। কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে 5G, 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট।

Motorola Edge 20 Pro ফোনে ওয়েবস অডিও ম্যাক্স মোবাইল দ্বারা টিউন করা সাউন্ড সিস্টেম উপলব্ধ। ফোনটি IP52 রেটেড অ্যালুমিনিয়াম অ্যালোয় বিল্ড সহ এসেছে। ফোনটির ওজন ১৯০ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন