৬৪ মেগাপিক্সেল ক্যামেরার সাথে Xiaomi CC11 Pro শীঘ্রই আসছে, দেখা গেল TENAA সার্টিফিকেশন সাইটে

Xiaomi CC সিরিজের নতুন হ্যান্ডসেট হিসেবে খুব শীঘ্রই লঞ্চ হবে CC11 Pro৷ টিপস্টাররা ইতিমধ্যেই এই ফোনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার সামনে এনেছেন। তবে অফিসিয়াল লঞ্চের…

Xiaomi CC সিরিজের নতুন হ্যান্ডসেট হিসেবে খুব শীঘ্রই লঞ্চ হবে CC11 Pro৷ টিপস্টাররা ইতিমধ্যেই এই ফোনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার সামনে এনেছেন। তবে অফিসিয়াল লঞ্চের পূর্বে এবার TENAA অথরিটির সাইটে স্মার্টফোনটি স্পট করা হয়েছে। ডিভাইসটি TENAA-তে 2109119BC মডেল নম্বরের সাথে নথিভুক্ত হয়েছে। অফিসিয়াল নাম উল্লেখ না থাকলেও, এটিই Xiaomi CC11 Pro বলে মনে করা হচ্ছে। TENAA-র লিস্টিং থেকে স্মার্টফোনটির স্পেসিফিকেশনগুলিও সামনে এসেছে।

Xiaomi CC11 Pro স্পেসিফিকেশন

শাওমি সিসি১১ প্রো-তে ৬.৫৫ ইঞ্চি ওলেড ডিসপ্লে দেওয়া হবে, যা ২১৬০x৩৮৪০ পিক্সেল রেজোলাউশন ও ১ বিলিয়ন কালার অফার করবে। সিকিউরিটির জন্য থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফোনে ২.৪ গিগাহার্টজ প্রসেসর ব্যবহার করা হবে। কোন মডেলের প্রসেসর তা যদিও অজানা। সম্প্রতি লঞ্চ হওয়া অন্যান্য স্মার্টফোনের মতো ৫জি কানেক্টিভিটির সাথে আসবে শাওমি সিসি১১ প্রো। এটি এসও এবং এনএসও উভয় প্রকার নেটওয়ার্ক সাপোর্ট করবে।

শাওমি সিসি১১ প্রো-র ব্যাক প্যানেলে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেলের একজোড়া সেন্সর। তাৎপর্যপূর্ণ বিষয় হল ফোনটির ওজন মাত্র ১৬৬ গ্রাম। বড় স্ক্রিনের পর এতটা হালকা হতে সচরাচর দেখা যায় না। পাশাপাশি এটি ৬.৯৮ মিমি পাতলা।

Xiaomi CC11 Pro ৬৪ জিবি / ১২৮ জিবি / ২৫৬ জিবি / ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে। র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে ৬ জিবি / ৮ জিবি / ১২ জিবি / ১৬ জিবি। একই সঙ্গে একগুচ্ছ রঙের বিকল্প (লাল, কমলা, হলুদ, সবুজ, সায়ান, নীল, বেগুনি, কালো, সাদা এবং গোলাপী) সহ আসবে এই ফোন। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে দেওয়া হবে ৪,৪০০ এমএএইচ ব্যাটারি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন