Samsung ও Sony যা পারেনি, এবার সেটাই জনপ্রিয় করার লক্ষ্যে কোমর বাঁধছে Xiaomi

Z5 Premium-এর হাত ধরে স্মার্টফোনের জগতে 4K (আল্ট্রা এইচডি) ডিসপ্লের সূচনা করেছিল Sony। সময়টা ছিল ২০১৫ সাল। তার পরে ছ’বছর কেটে গেলেও 4K ডিসপ্লের স্মার্টফোন…

Z5 Premium-এর হাত ধরে স্মার্টফোনের জগতে 4K (আল্ট্রা এইচডি) ডিসপ্লের সূচনা করেছিল Sony। সময়টা ছিল ২০১৫ সাল। তার পরে ছ’বছর কেটে গেলেও 4K ডিসপ্লের স্মার্টফোন বাজারে আনতে এখনও অনীহা বিভিন্ন সংস্থার। কারণ হিসেবে বিশেষজ্ঞরা জনপ্রিয় কিউ-এইচডি রেজোলিউশনের ডিসপ্লের সঙ্গে তুলনা টানেন। কারণ কিউ-এইচডি এর চেয়ে আল্ট্রা-এইচডি-র পিক্সেলের সংখ্যা বেশি হলেও, খালি চোখে পার্থক্য ধরা যায় না. আবার এই ধরনের ডিসপ্লে বেশি ব্যাটারি খরচ করে। ঠিক এই কারণগুলির জন্য স্মার্টফোনে 4K ডিসপ্লে ব্যবহারের চল নেই বললেই চলে। তবে Xiaomi-এর সৌজন্যে সেটা মেইনস্ট্রিম হয়ে উঠতে পারে। কারণ সংস্থাটি একটি কার্ভড 4K OLED ডিসপ্লেযুক্ত স্মার্টফোনের উপর কাজ করছে।

রিপোর্ট অনুসারে, সেই রহস্যময় স্মার্টফোনটি অনেকটা Xiaomi CIVI-এর মতো দেখতে৷ TENAA অথরিটির লিস্টিং অনুযায়ী, Xiaomi-এর এই হ্যান্ডসেটে ৬.৫৫ ইঞ্চি দৈর্ঘ্যের 4K (৩৮৪০x২১৬০ পিক্সেল) রেজোলিউশনের কার্ভড ওলেড ডিসপ্লে রয়েছে৷ সামনের দিকের ছবি অন্ধকারাচ্ছন্ন হওয়ার ফলে ডিসপ্লের মধ্যে নচ বা পাঞ্চ-হোল কাটআউট চোখে পড়ছে না৷

বিশেষজ্ঞদের মতে, এটি চীনের বাজারে Xiaomi CC 11 Pro নামে আসতে পারে৷ যদিও অফিসিয়াল ভাবে এরকম দাবির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি৷ অন্য দিকে, স্মার্টফোনটির আর একটি উল্লেখযোগ্য ফিচার হল “আইরিস রিকগনিশন” অর্থাৎ চোখের মনি স্ক্যান করে ফোন আনলকের ব্যবস্থা৷ এর আগে শাওমির কোনও ফোনে এই ধরনের বায়োমেট্রিক সিস্টেম দেখা যায়নি৷ Samsung Galaxy S8-এর হাত ধরে আইরিস রিকগনিশন সিস্টেম বাজারে এলেও, তা কখনই মেইনস্ট্রিম হয়নি৷

এছাড়া শাওমির ওই স্মার্টফোনে ২.৪ গিগাহার্টজ প্রসেসর, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, এবং ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ থাকবে বলে জানা গিয়েছে৷ প্রসঙ্গত, TENAA-এর থেকে পাওয়া তথ্য বেশিরভাগ সময়ে ফোনের আসল স্পেসিফিকেশনের সাথে মিলে যায়, খুব কম ক্ষেত্রেই দেখা গিয়েছে হেরফের৷ ফলে শাওমি এই ধরনের ফোন শীঘ্রই লঞ্চ করতে পারে বলে মনে হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন