২,৫০০ টাকা দাম কমলো Samsung Galaxy A21s ফোনের, টেক্কা দেবে Redmi Note 10S কে

স্মার্টফোনের মূল্য বৃদ্ধির ঘটনা তো আমরা হালফিলে হামেশাই শুনছি। কিন্তু এবার মূল্য হ্রাসের (প্রাইজ কাট) একটি সুখবর সামনে এল। আজ্ঞে হ্যাঁ, গত বছরের দ্বিতীয় কোয়ার্টারে…

স্মার্টফোনের মূল্য বৃদ্ধির ঘটনা তো আমরা হালফিলে হামেশাই শুনছি। কিন্তু এবার মূল্য হ্রাসের (প্রাইজ কাট) একটি সুখবর সামনে এল। আজ্ঞে হ্যাঁ, গত বছরের দ্বিতীয় কোয়ার্টারে লঞ্চ হওয়া Samsung Galaxy A21s স্মার্টফোনটি এখন আরও সস্তায় পাওয়া যাবে। আসলে গত কয়েক সপ্তাহের মধ্যে Samsung Galaxy F42 5G এবং Samsung Galaxy M52 5G নামের দুটি নয়া স্মার্টফোন ভারতের বাজারে পা রেখেছে। আর সেই কারণেই দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি এখন তাদের পুরোনো 4G ফোনগুলি কম দামে বিক্রি করার পরিকল্পনা নিয়েছে। এখন থেকে ভারতে ২,৫০০ টাকা কমে পাওয়া যাবে Samsung Galaxy A21s। মুম্বাইয়ের প্রখ্যাত রিটেলার, মহেশ টেলিকম টুইট করে এই ফোনটির দাম কমার খবর নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, এই নিয়ে চতুর্থ বারের জন্য Samsung Galaxy A21s স্মার্টফোনের দাম কমলো।

Samsung Galaxy A21s এর নতুন দাম

স্যামসাং গ্যালাক্সি এ২১এস ভারতে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। এই দুটি ভ্যারিয়েন্টই এখন ২,৫০০ টাকা সস্তায় পকেটস্থ করা যাবে। মহেশ টেলিকমের টুইট অনুযায়ী, প্রাইজ কাটের পর স্যামসাং গ্যালাক্সি এ২১এস ফোনের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হয়েছে ১৩,৯৯৯ টাকা। অন্যদিকে, ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের নতুন দাম এখন ১৬,৪৯০ টাকা। ফলে মূল্য হ্রাসের পর, স্যামসাংয়ের এই মিড-রেঞ্জ স্মার্টফোনটি Redmi Note 10S -এর সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে।

Samsung Galaxy A21s স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ২১এস ফোনে আছে একটি ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) ইনফিনিটি-ও ডিসপ্লে। এই ডিসপ্লের এসপেক্ট রেশিও ২০:৯। মাল্টিটাস্কিং এবং উন্নত পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা কোর এক্সিনস ৮৫০ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক ওয়ান ইউআই ২.০ কাস্টম স্কিন দ্বারা চালিত। আবার, সিকিউরিটির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে থাকছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ক্যামেরার কথা বললে, Samsung Galaxy A21s ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এগুলি হলো, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। একই সাথে, ডিসপ্লের উপরিভাগে রয়েছে ১৩ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এতে ডলবি অডিও সিস্টেমের সাপোর্ট পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A21s ফোনে ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন