Aadhaar Card eSign: আধার কার্ডে ই-সাইন কীভাবে করবেন, ঘরে বসেই অনলাইনে কাজ সেরে নিন

নিজের পরিচয় প্রমাণ হিসেবে আধার কার্ডের গুরুত্বের কথা আজকের দিনে কাউকেই নতুন করে বুঝিয়ে দেওয়ার দরকার নেই। নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা মোবাইল কানেকশন গ্রহণ…

নিজের পরিচয় প্রমাণ হিসেবে আধার কার্ডের গুরুত্বের কথা আজকের দিনে কাউকেই নতুন করে বুঝিয়ে দেওয়ার দরকার নেই। নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা মোবাইল কানেকশন গ্রহণ ছাড়া সরকারি বিভিন্ন পরিষেবার সুবিধা পেতে হলেও আধার কার্ডের উপস্থিতি আবশ্যিক। সেক্ষেত্রে বহু ব্যবহারের কারণেই অনেক সময় আমাদের হাত থেকে আধার কার্ড খোয়া যেতে পারে। আর সেকারণেই এখন ডিজিটাল আধার সংস্করণের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। আবার এক্ষেত্রে ডিজিটাল আধার কার্ড eSign Verified হলে আমাদের সুবিধার পরিমাণ আরো বাড়তে পারে। কিভাবে? আসুন দেখে নেওয়া যাক।

ই-সাইন আধার কার্ড কি এবং কেন? (What is eSign Verified Aadhaar Card)

ই-সাইন ভেরিফায়েড আধার হলো একধরনের অনলাইন ইলেক্ট্রনিক সিগনেচার পরিষেবা। এর মাধ্যমে আধার কার্ডধারীরা ডিজিটালি বিভিন্ন ডকুমেন্ট সই করতে পারবেন। এজন্য তাদের বায়োমেট্রিক বা ওটিপি অথেন্টিকেশনের পদ্ধতি অনুসরণ করতে হবে। অর্থাৎ কোনোরকম কাগজ ভিত্তিক আবেদনপত্র বা নথির ব্যবহার ছাড়াই তারা জরুরি অবস্থায় সইয়ের মাধ্যমে নিজের সম্মতি প্রদান করতে পারবেন।

ই-সাইন পদ্ধতির মাধ্যমে ডিজিটাল উপায়ে কোন ডকুমেন্ট সই সম্পূর্ণ সুরক্ষিত। অর্থাৎ এক্ষেত্রে প্রাইভেসি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ভয় নেই। এভাবে প্রদত্ত সই বর্তমানে প্রায় সর্বক্ষেত্রে স্বীকৃত। তাছাড়া ই-সাইনের ব্যবহার অত্যন্ত সহজ এবং ঝঞ্ঝাটবিহীন। আজ আমরা এই প্রতিবেদনে আধার কার্ডে ই-সাইন কীভাবে করবেন সে বিষয়ে জানাবো।

আধার কার্ডে ই-সাইন করার পদ্ধতি (eSign your Aadhaar Card):

১) আধার কার্ডে ই-সাইন করার জন্য প্রথমেই ডিজিটাল আধার কার্ড ওপেন করে https://uidai.gov.in/ অথবা https://eaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে পৌঁছে যান।

২) ‘Validity Unknown’ বিকল্পে রাইট ক্লিক করুন।

৩) এরপর আপনার সামনে সিগনেচার ভেরিফিকেশন স্ট্যাটাস উইন্ডো ভেসে উঠবে।

৪) ‘Signature Properties’ অপশন বেছে নিন।

৫) ‘Show Certificate’ বিকল্পে ক্লিক করুন।

৬) এবার ‘NIC Sub-CA for NIC 2011, National Informatics Centre’ বিকল্প বেছে নিতে হবে।

৭) এরপর ‘Trust’ ট্যাবে গিয়ে ‘Add to Trusted Identity’ অপশন সিলেক্ট করুন।

৮) এরপর নিজের সিগনেচার বা সই দাখিল করতে পরবর্তী নির্দেশগুলি পালন করুন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন