Ola Hypercharger: ওলার প্রথম চার্জিং স্টেশনের সূচনা, ১৮ মিনিটের চার্জে ই-স্কুটার চলবে ৭৫ কিমি

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। নভেম্বরের ১০ তারিখ থেকেই শুরু হচ্ছে Ola S1 ও Ola S1 Pro এর টেস্ট রাইডিং। গত ১৫ আগষ্ট ভারতের বাজারে…

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। নভেম্বরের ১০ তারিখ থেকেই শুরু হচ্ছে Ola S1 ও Ola S1 Pro এর টেস্ট রাইডিং। গত ১৫ আগষ্ট ভারতের বাজারে সংস্থাটির নতুন স্কুটার দুটি আনার পর থেকেই দেশের বৈদ্যুতিক টু-হুইলারের বাজারে ব্যাপক সাড়া ফেলেছিল। এখনো পর্যন্ত অসংখ্য মানুষ এই ইলেকট্রিক স্কুটার দুটির প্রি-বুকিং করেছেন। হয়তো শীঘ্রই হাতেও পেয়ে যাবেন। কিন্তু স্কুটারটি নিয়ে রাস্তায় বেরোনোর পর চার্জ ফুরানোর দুশ্চিন্তা কিছুতেই এড়ানো যাচ্ছে না। কারণ একটাই, ভারতে এখনো পর্যন্ত বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশনের পরিকাঠামো সেইভাবে তৈরি হয়নি। তবে Ola-র নয়া ঘোষণায় এবার গ্রাহকদের সেই দুশ্চিন্তা খানিকটা হলেও কমতে চলেছে। কারণ সংস্থার সিইও ভাবিশ আগারওয়াল আজ তাঁর টুইটার হ্যান্ডেলে একটি হাইপারচার্জার স্টেশনে (Hypercharger Station) নিজের হলুদ রঙের S1 বৈদ্যুতিক যানটির চার্জে দেওয়া অবস্থার কয়েকটি ছবি পোস্ট করেছেন। সাথে লিখেছেন, “প্রথম OlaElectric Hypercharger আসতে চলেছে…।”

এর আগে দেশে আগামী দিনে এক লক্ষ লোকেশন বা টাচপয়েন্টে নিজেদের হাইপার চার্জার স্টেশন তৈরি করার কথা জানিয়েছিল ওলা। যার ফলে এদেশের মোট ৪০০টি শহরের মানুষ এর পরিষেবা পাবেন। তবে কি তা এবার বাস্তবায়নের পথে? এই প্রশ্নের উত্তরের ইতিবাচক আভাস দিল সংস্থাটি। এমনকি নিজেদের ওয়েবসাইটে দেশের গুরুত্বপূর্ণ জনবহুল শহরগুলির একটি তালিকাও প্রকাশ করা হয়েছে, যা এ বিষয়ে অধিক জোরালো জল্পনার সৃষ্টি করেছে। চার্জিং নেটওয়ার্ক তৈরির জন্য সেখানে Tier I ও Tier II এই দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে শহরগুলিকে।

তৈরি হতে চলা হাইপারচার্জার স্টেশন (Hypercharger Station)-গুলিতে একই সাথে একাধিক গাড়ি চার্জ করানো যাবে বলেও দাবি করেছে ওলা। এছাড়াও নিজেদের ইলেকট্রিক হাইপার চার্জার স্টেশনে কোনো বৈদ্যুতিক স্কুটার ০ থেকে ৫০% চার্জ হতে মাত্র ১৮ মিনিট সময় লাগবে বলে জানিয়েছে সংস্থাটি। যার ফলে অর্ধেক রেঞ্জ অনায়াসেই পাড়ি দিতে পারবে যানটি।

উল্লেখ্য, ভারতের বাজারে Ola S1 এর দাম এক লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। এর ৩.৯৭ কিলোওয়াট আওয়ার শক্তিসম্পন্ন ব্যাটারিটি একক চার্জে ১২০ কিমি রেঞ্জ দেবে বলে দাবি করেছে Ola। এছাড়াও দশটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে স্কুটারটি। এর ইলেকট্রিক মোটরটি সর্বাধিক ৮.৫ কিলোওয়াট শক্তির সাথে এসেছে। অন্যদিকে Ola S1 Pro এর মূল্য ১.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। ১১৫ কিমি প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগের সাথে এর রেঞ্জ হবে ১৮০ কিমি। আগামী মাস থেকেই নিজেদের স্কুটার গ্রাহকদের ডেলিভারি দিতে শুরু করতে পারে Ola।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন